এপিবিএন হেডকোয়ার্টার্সে আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: এপিবিএন
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের ১১ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। খবর বাসসের।
আজ শনিবার (১৪ই জুন) দুপুরে রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদ্যাপন করেছেন দেশবাসী।
তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকবে, মারণাস্ত্র বলতে বড় ধরনের অস্ত্র থাকবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বর্তমান সরকার এপিবিএন, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে কাজ করছে। এ ছাড়া যানজট নিরসনে পুলিশ কাজ করছে। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’
আরএইচ/
খবরটি শেয়ার করুন