ছবি: সংগৃহীত
পরবর্তী সরকার যাতে অনুসরণ করতে বাধ্য হয় এমন দৃষ্টান্ত রেখে যেতে চান বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আর্থিক খাতসহ সব খাতে দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে আমরা পরবর্তী সরকারের জন্য একটি পদচিহ্ন রেখে যেতে চাই। যেমন মেঠোপথের পরে হাইওয়ে হয়। আমরা যা করবো মানুষ কনসাস থাকবে। পরবর্তী সরকার যদি তা অনুসরণ না করে মানুষই বাধ্য করবে।’
শুক্রবার (২৭শে ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের আকাশ আর মেঘাচ্ছন্ন থাকবে না বলেও উল্লেখ করেন।
উপদেষ্টা আরও বলেন, ‘করাপশন, পলিটিক্যাল আনসার্টেনটি যদি না থাকত বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ অনেক ওপরে চলে যেত। আশা করি, আমরা লক্ষ্যে পৌঁছাব।’
আরও পড়ুন: চাকরিবিধি লঙ্ঘনের জন্য আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : উপদেষ্টা নাহিদ
অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা প্রায়োরিটি দিচ্ছি ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে। নাগরিকদের সেলফ ডিসিপ্লিন থাকতে হবে। সব নিত্যপণ্যে কর প্রায় শূন্য করে দেওয়া হয়েছে। দেশের সব সরকারি দপ্তরকে তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্ব দিতে হবে।’
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডিআইজি, পুলিশ কমিশনার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার, কর কমিশনার, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহীসহ বিভিন্ন সংস্থার প্রধানরা।
এসি/ আই.কে.জে