বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

নুরের ওপর হামলায় আসিফ নজরুলের নিন্দা, উপদেষ্টাকে এনসিপি নেতাদের কটাক্ষ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২০ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটার ঘটনায় নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে তার এ নিন্দা জানানোকে কটাক্ষ করেছেন হাসনাত আবদুল্লাহসহ এনসিপির একাধিক নেতা।

শুক্রবার (২৯শে আগস্ট) রাত ১১টার দিকে আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘ভিপি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এ পোস্টের নিচে হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, ‘প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।’

এ সময় হাজারো মানুষকে হাসনাতের মন্তব্যকে সমর্থন দিতে দেখা গেছে। আসিফ নজরুলের পোস্টে করা হাসনাত আবদুল্লাহর মন্তব্যে এক ঘন্টার মধ্যে লাইক পড়েছে ৮৪ হাজারের বেশি, এতে মন্তব্য এসেছে ৬ হাজারের বেশি। প্রায় দুই ঘণ্টায় আসিফ নজরুলের ওই পোস্টে লাইক এসেছে ১ লাখ ১৩ হাজার, মন্তব্য এসেছে ৫৯ হাজার, পোস্টটি শেয়ার হয়েছে দশ হাজারের বেশি।

একই পোস্টের কমেন্ট সেকশনে আসিফ নজরুলের বক্তব্যকে ‘ভণ্ডামি’ বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ। সাইফ লেখেন, ‘এইসব ভণ্ডামি বাদ দেন। দেশটা নিয়ে নীল নকশা শুরু করছেন আপনারা কয়েকজন। আপনাদের হিসাব জনগণ নিবে।’

প্রসঙ্গত, শুক্রবার জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতা–কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মারাত্মক আহত হন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আসিফ নজরুল হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন