বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

১৩০ বছর পর্যন্ত বেঁচে থাকার স্বপ্ন দেখেন দালাই লামা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫

#

দালাই লামা। ছবি: এএফপি

তিব্বতি বৌদ্ধদের ধর্মীয় নেতা দালাই লামা আরও অন্তত ৪০ বছর, বা মোট ১৩০ বছরেরও বেশি বাঁচার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তিনি আশা করেন—তিনি ১৩০ বছরের বেশি বাঁচবেন। মৃত্যুর পর তিনি পুনর্জন্ম নিয়ে তিব্বতি বৌদ্ধধর্মের প্রধান হিসেবে আবার ফিরে আসবেন বলেও ভক্তদের আশ্বাস দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ শনিবার (৫ই জুলাই) ভারতের হিমাচলের ধর্মশালায় তার দীর্ঘ জীবন কামনায় আয়োজিত এক প্রার্থনা অনুষ্ঠানে এসব কথা বলেন দলাই লামা। এদিন হাজারো ভক্ত, সন্ন্যাসী এবং বিভিন্ন দেশের অতিথিরা ওই অনুষ্ঠানে যোগ দেন। আগামীকাল রোববার (৬ই জুলাই) তার ৯০ তম জন্মদিন।

অনুষ্ঠানে দলাই লামা বলেন, ‘আমি এখন পর্যন্ত বৌদ্ধধর্ম এবং তিব্বতের মানুষের জন্য যথেষ্ট ভালোভাবে কাজ করতে পেরেছি। এখনো আশা করি, আমি ১৩০ বছরের বেশি বাঁচব।’ তার এ কথা শুনে উপস্থিত ভক্তরা হাততালি ও উল্লাসে ফেটে পড়েন।

ইতিমধ্যে দলাই লামা তিব্বতি বৌদ্ধধর্মের সবচেয়ে দীর্ঘজীবী নেতা হিসেবে ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন। ধর্মশালায় অবস্থিত তার আশ্রমে তিনি প্রায় ৯০ মিনিট সময় কাটান। ১৯৫৯ সালে চীনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর তিনি ভারতে আশ্রয় নেন এবং তারপর থেকে ধর্মশালায় বসবাস করছেন।

জন্মদিনের অনুষ্ঠানে ভারতের শীর্ষ মন্ত্রী, আমেরিকার কূটনীতিকসহ হাজারো ভক্ত উপস্থিত থাকবেন। ১৯৮৯ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত দালাই লামা স্বাধীনতার জন্য নয়, বরং তিব্বতের বিশেষ ধর্মীয়, সাংস্কৃতিক ও জাতিগত পরিচয় রক্ষার জন্য স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছেন।

জে.এস/

দালাই লামা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন