বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

‘গোপন বিয়ে’র ছবি প্রকাশ্যে আনলেন হিল্লোল

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

১২ বছর আগে গোপনে বিয়ে করেন সে সময়ের জনপ্রিয় দুই তারকা আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরীন মৌ। বিয়ের পর দুজনে সংসারজীবন শুরু করলেও শুরুতে বিয়ের কথা স্বীকার করেননি। একটা সময় পর স্বীকার করলেও বিয়ের দিনের কোনো স্থিরচিত্র তারা গণমাধ্যমে প্রকাশ করেননি। টেলিভিশন নাটকের একসময়ের জনপ্রিয় এই দুই তারকা এখন স্থায়ীভাবে আমেরিকায় থাকেন। 

তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। শনিবার (১লা মার্চ) ছিল এই দুই তারকার বিবাহবার্ষিকী। এ দিনে হিল্লোল প্রকাশ করেছেন তাদের বিয়ের দিনে তোলা সেই স্থিরচিত্র। অপ্রকাশিত সেই স্থিরচিত্র প্রকাশের পর তাদের ভক্তরাও অভিনন্দন জানিয়েছেন হিল্লোল ও নওশীনকে।

বিয়ের দিনে তোলা স্থিরচিত্র প্রকাশ করে হিল্লোল তার ফেসবুকে লিখেছেন, ‘মৌ, ১২তম বিয়েবার্ষিকীর শুভেচ্ছা। আমাদের বিয়ের দিনের ছবি কোনোদিন শেয়ার করা হয়নি। সত‍্যি কথা বলি, অফিশিয়াল ১২ বছর কোন দিকে চলে গেল, টেরই পেলাম না। সুস্থ থাকো, সুন্দর থাকো আর এ রকমই ছায়া হয়ে, আমার শক্তি হয়ে, পাশে থাকো বাকিটা জীবন।’

একই দিনে অনেক পুরোনো একটি স্থিরচিত্র প্রকাশ করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন নওশীন। তিনি স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘একসঙ্গে আমাদের যত ছবিই থাকুক না কেন, কোনো না কোনো কারণে এটিই আমার কাছে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে প্রিয়। ১২তম বিয়েবার্ষিকীর শুভেচ্ছা, আমার স্বামী। এই দিনে আমার কাছে থেকে তুমি আবারও প্রমাণ করে দিলে যে, আমি সঠিক ছিলাম। তুমি সাধারণ কোনো মানুষ নও যে, বিশেষ দিনগুলো মনে রাখো। এমনকি তোমার যে এই অন্য রকম ব্যক্তিত্ব, তা আমার খুবই প্রিয়। তোমার অসাধারণ সুন্দর মনের জন্য কৃতজ্ঞতা, যেটাকে আমার বাড়ি মনে করি, আমার শান্তিও।’

এইচ.এস/


তারকা দম্পতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন