ছবি: সংগৃহীত
প্রবাসীদের হয়রানি রোধে কেন্দ্র থেকে উপজেলা পর্যায়ে প্রবাসী কল্যাণ সেল গঠন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৪ এর অধীনে ‘এনআরবি রেমিট্যান্স, বিনিয়োগ ও আইনি সুরক্ষা এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা’শীর্ষক এক সেমিনারে প্রতিমন্ত্রী এ কথা জানান।
শনিবার (৬ই জুলাই) সিলেট জিন্দাবাজার রিচমন্ড হোটেলে সেন্টার ফর এনআরবির উদ্যোগে এ সেমিনার হয়।
আরো পড়ুন: প্রধানমন্ত্রীর চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে
প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রবাসীদের হয়রানি রোধে কেন্দ্র থেকে উপজেলা পর্যায়ে প্রবাসী কল্যাণ সেল বিস্তৃতির পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ছাড়াও পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হবে কেন্দ্রীয় কমিটি। প্রতিটি বিভাগ ও জেলার পাশাপাশি উপজেলা পর্যায়েও অনুরূপ সেল গঠন করা হবে।
তিনি আরও বলেন, প্রবাসীরা কেবল অর্থনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও অবদান রাখছেন। সিলেটের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাটে প্রবাসীদের অবদান রয়েছে। সদ্য সমাপ্ত ব্রিটেনের নির্বাচনে চারজন বাংলাদেশির এমপি হওয়ার বিষয়টি আমাদের জন্য গৌরবের।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রবাসীদের যেমন অবদান আছে, তেমনি সমস্যাও রয়েছে। নিজেদের পরিবারের মধ্যে, ব্যবসায়িক পার্টনারের মধ্যে অনেক ঝামেলার সৃষ্টি হয়। এটা লাঘবের জন্য শক্তিশালী করা হবে প্রবাসী কল্যাণ সেলকে।
সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির আহমদ চৌধুরী। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবত।
এইচআ/