মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে চাই: ফ্রান্সের রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৭ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি ম্যাসদুপুই। বৃহস্পতিবার (পহেলা ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার দফতরে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মেরি ম্যাসদুপুই।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে দুদেশের মধ্যে সহযোগিতা ও অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে চাই।

ফ্রান্স থেকে এয়ারবাস ক্রয় নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমাদের এজেন্ডায় এমন কোনো আলোচনা ছিল না।অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।

আরো পড়ুন: বাংলাদেশের ভূমিকায় আমরা সন্তুষ্ট : প্যালেস্টাইন রাষ্ট্রদূত

কোন কোন খাতে এ সংস্কারের বিষয়টি বলা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, শ্রমবাজার ও বিনিয়োগ কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। যাতে ইউরোপের বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়। যে কারণে বাংলাদেশের অনেক ক্ষেত্রে সংস্কারের দরকার আছে।

বৈঠককালে ফ্রান্সের রাষ্ট্রদূতকে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। বর্তমানে যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে সেক্ষেত্রে ফ্রান্সের সহায়তা চায় বাংলাদেশ। কোন কোন খাতে একসঙ্গে কাজ করা যায় সেটি নিয়ে আরো আলোচনা হতে পারে। 

এইচআ/ আই.কে.জে/ 

সহযোগিতা অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশ-ফ্রান্স মেরি ম্যাসদুপুই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন