শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাকসু নির্বাচন : এবার রাত ১১টার মধ্যে ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের *** সুশীলাই হচ্ছেন নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধান, নাম ঘোষণা আজই *** ৩টি হলের ভোট গণনা বাকি *** জাকসু নির্বাচন: ভেতরে ভোট গণনা, বাইরে গভীর রাতে শিক্ষার্থীদের অপেক্ষা *** ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার *** ফুটবলারদের মানসিক ধাক্কা কাটাতে কাজ করবে বাফুফে *** লিটনের ফিফটিতে জয়ে শুরু বাংলাদেশের *** নির্বাচন সামনে রেখে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে: প্রধান উপদেষ্টা *** গত ১৫ বছর বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদনের আহ্বান: আইএসপিআর *** জাকসুর ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর গণনা শুরু

এখন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পছন্দের গানও যুক্ত করা যাবে!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

এবার হোয়াটসঅ্যাপ এমন এক ফিচার আনতে চলেছে, যা সংগীতপ্রেমীদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে। আসলে একটি নতুন ফিচার নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে এই সংস্থা। যার ফলে এবার থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটে মিউজিক অ্যাড করতে পারবেন ব্যবহারকারীরা।

ব্যবহারকারীরা গান এবং ট্রেন্ডিং ট্র্যাক ব্রাউজ করতে পারবেন। ছবির জন্য ১৫ মিনিট পর্যন্ত মেয়াদের মিউজিক ক্লিপ অ্যাড করা যাবে। তবে ব্যবহারকারীরা যদি একটি ভিডিওতে মিউজিক অ্যাড করতে চান, তাহলে আরও একটু বেশি দীর্ঘ মেয়াদের মিউজিক ক্লিপ অ্যাড করা যাবে। কন্টেন্টের সঙ্গে গান সিঙ্ক করা যেতে পারে।

আরো পড়ুন : জরুরি ফাইল ডিলিট না করেই ফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে

নতুন এই ফিচার সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে একটা সুন্দর অভিজ্ঞতা প্রদান করবে। বিশেষ করে যারা স্ট্যাটাস দিতে ভালোবাসেন, তাদের জন্য তো এই ফিচার অত্যন্ত পছন্দের হতে চলেছে। হোয়াটসঅ্যাপের মিউজিক স্ট্যাটাস ফিচার একদম ইনস্টাগ্রামের মতোই: নতুন স্ট্যাটাস আপডেটের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নিজেদের প্রিয় গান শেয়ার করতে সক্ষম হবেন।

স্ট্যাটাস সেকশনের ড্রয়িং এডিটরে একটি নতুন মিউজিক বাটন অ্যাড করা হবে। এই বাটনে ট্যাপ করে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের গান বেছে নিতে পারবেন। যা তারা নিজেদের ছবি অথবা ভিডিওর সঙ্গে শেয়ার করতে পারবেন।

বিটা ইউজাররা আপাতত এই ফিচার পাচ্ছেন। আপাতত তা পরীক্ষা-নিরীক্ষার স্তরে রয়েছে। যদিও খুব শিগগির সব ব্যবহারকারীর জন্যই তা রোল আউট করা হবে। এর কার্যকারিতা অনেকটা ইনস্টাগ্রামের মিউজিক ক্যাটালগের মতোই। এর ফলে ব্যবহারকারীরা বেছে নেওয়ার জন্য গানের তালিকা পাবেন। তারা ট্রেন্ডিং মিউজিক থেকেও গান বাছতে পারবেন। সেই সঙ্গে গানের নির্দিষ্ট অংশও সিলেক্ট করতে পারবেন।

সূত্র: হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার

এস/কেবি

হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন