মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১ *** ভারত থেকে আজই দেশে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম

সাফ নিয়ে সুখবর পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৫ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাতীয় নারী দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর নির্ধারিত হয়ে গেলো নারীদের বয়স ভিত্তিক সাফের দিনক্ষণও। আগামী বছরের ১১ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারীদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ।

বুধবার (২০শে নভেম্বর) সাফের সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। টুর্নামেন্ট চলবে ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত। ভার্চুয়াল সভায় আরও সিদ্ধান্ত হয় আগামী নভেম্বরে ছেলেদের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপও অনুষ্ঠিত হবে। যার আয়োজক ভারত। টুর্নামেন্ট ৫ই নভেম্বর শুরু হয়ে চলবে ১৫ই নভেম্বর পর্যন্ত।

সবশেষ এ বছর অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে ঢাকায় এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। যেখানে মহানাটকীয় এক ফাইনাল শেষে বাংলাদেশ ও ভারত যৌথ চ্যাম্পিয়ন হয়। ২০২৩ সালে ঢাকাতেই অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 

আরও পড়ুন: নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিলো পাকিস্তান

২০২১ সালেও এই প্রতিযোগিতার আয়োজক ছিল বাংলাদেশ। চ্যাম্পিয়নও হয় তারা। সেবার অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে হয়েছিল এই আসর। সব ক্যাটাগরি মিলিয়ে এই প্রতিযোগিতার আয়োজন হয়েছে পাঁচবার। বাংলাদেশ চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে চারবার।

ছেলেদের বিভাগে অবশ্য বাংলাদেশ এতোটা দাপট দেখাতে পারেনি। অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০- এই তিন ক্যাটাগরি মিলিয়ে এখন পর্যন্ত ৬বার এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। বাংলাদেশ শিরোপা পেয়েছে একবারই। এ বছর নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের মুকুট পরে লাল-সবুজের ছেলেরা।

এসি/কেবি

সুখবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন