সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে রাজি জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ১৩ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে রাজি হয়েছেন। এ বৈঠক তুরস্কে হতে পারে। গত রোববার (১১ই মে) জেলেনস্কি এ কথা বলেন। খবর এএফপির।

আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, দুই পক্ষের মধ্যে শান্তিপ্রক্রিয়া শুরু করা সম্ভব কি না, তা নির্ধারণে সরাসরি আলোচনা প্রয়োজন। আর তাই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে পুতিনের সঙ্গে বৈঠকের কথা বললেন জেলেনস্কি।

ভলোদিমির জেলেনস্কি এক্সে এক পোস্টে বলেছেন, ‘আমরা আগামীকাল থেকে পূর্ণ ও স্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাশা করছি, যা কূটনৈতিক প্রচেষ্টার জন্য প্রয়োজনীয় ভিত্তি হিসেবে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘হত্যাযজ্ঞ দীর্ঘায়িত করার কোনো মানে নেই। আমি আগামী বৃহস্পতিবার (১৫ই মে) তুরস্কে পুতিনের জন্য ব্যক্তিগতভাবে আলোচনার জন্য অপেক্ষা করব। আশা করি করছি, এবার আর রাশিয়ানরা কোনো অজুহাত খুঁজবে না।’

এদিকে গত রোববার (১১ই মে) পুতিন ২০২২ সালের মার্চে ইস্তাম্বুলে সর্বশেষ অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব দেন। যদিও কিয়েভের মিত্রদের দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে তিনি এখনও সাড়া দেননি।

তবে কয়েকদিন আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এ মুহূর্তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির কোনো চুক্তি চান না।

আরএইচ/



রাশিয়া-ইউক্রেন ভলোদিমির জেলেনস্কি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন