ছবি: সংগৃহীত
আমেরিকার বিচার বিভাগ দুই চীনা নাগরিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং দেশটির সামরিক বাহিনীর ভেতরে ‘গুপ্তচর’ নিয়োগের চেষ্টার অভিযোগ এনেছে। গতকাল মঙ্গলবার (১লা জুলাই) দেওয়া এক বিবৃতিতে আমেরিকার বিচার বিভাগ জানায়, অভিযুক্তরা হলেন—ইউয়ান্সে চেন (৩৮) এবং লিরেন ‘রায়ান’ লাই (৩৯)।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, বিবৃতিতে বলা হয়েছে—তাদের বিরুদ্ধে চীনের বিদেশি গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, বিভিন্ন গোয়েন্দা কর্মকাণ্ড পরিচালনা, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত তথ্যের বিনিময়ে অর্থ লেনদেনের ব্যবস্থা করা, নৌঘাঁটি সম্পর্কে তথ্য সংগ্রহ এবং এমএসএস-এর পক্ষে লোক নিয়োগের চেষ্টা করারও অভিযোগ রয়েছে।
আমেরিকার অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি বলেন, ‘এ মামলার মাধ্যমে আবারও প্রমাণ হলো—আমাদের সামরিক বাহিনীতে অনুপ্রবেশ এবং আমাদের জাতীয় নিরাপত্তা ভেতর থেকে দুর্বল করার জন্য চীনা সরকারের ধারাবাহিক এবং আগ্রাসী প্রচেষ্টা চলছে।’
খবরটি শেয়ার করুন