ছবি: বাসস
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলাকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। খবর বাসসের।
বাসস জানায়, ফ্যাক্টওয়াচ হলো স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা, যা লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজের (সিকিউএস) পরিচালিত।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, ফেসবুকে সেনাবাহিনীর পোশাক পরিহিত এক সেনা সদস্যের ছবি ও পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, তিনি গোপালগঞ্জের সহিংস পরিস্থিতির পর চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।
জে.এস/
খবরটি শেয়ার করুন