রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ *** ফিলিস্তিন স্বাধীন হলে গ্যাসক্ষেত্র থেকেই বছরে আয় করবে ৪০০ কোটি ডলার *** ফোন করে জামায়াতের আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান

যে কারণে এবার থানায় রাত কাটল গায়ক নোবেলের

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৫

#

মাইনুল আহসান নোবেল। ছবি: সংগৃহীত

উবার চালককে মারধরের অভিযোগে আটক সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে ছেড়ে দিয়েছে পুলিশ। উবার চালকের কোনো অভিযোগ না থাকায় ঢাকার মিরপুর মডেল থানা থেকে আজ রোববার (২০শে জুলাই) ছাড়া পান তিনি। এর আগে গতকাল শনিবার মধ্যরাতে রাজধানীর মিরপুরে পাইকপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল রাতে এক উবার চালককে মারধরের ঘটনায় নোবেলকে মিরপুর থানায় নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী চালক আকবর হোসেন জানান, উবার অ্যাপে প্রাইভেট কার ভাড়া করে স্ত্রীসহ পাইকপাড়া হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন নোবেল। গন্তব্যে পৌঁছেও গাড়ি থেকে নামছিলেন না তিনি। এ সময় তিনি উদ্ভট কথাবার্তা ও গালিগালাজ করেন। একপর্যায়ে নোবেল চালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে তাকে মারধর করেন। বিষয়টি দেখে আশপাশের লোকজন জড়ো হয়ে যান। পরে মিরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নোবেল ও চালককে থানায় নিয়ে আসে। এ সময় গাড়িটিও থানায় আনা হয়।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান বলেন, নোবেলসহ সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। তবে উবার চালকের কোনো অভিযোগ না থাকায় নোবেলকে তার পরিবারের কাছে দেওয়া হয়েছে।

গত ২৪শে জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল। ২০শে মে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে ১৯শে জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে ওই মামলার বাদীর বিয়ে হয়।

সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন