শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত যে পারমাণবিক বোমা ফেলেনি, এটা পাকিস্তানের বুঝতে সময় লেগেছে ৩০-৪৫ সেকেন্ড *** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ

প্রযোজক ও হলমালিকদের ঝুঁকি নেওয়ার অনুরোধ জানালেন বাঁধন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৫

#

আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

আজমেরী হক বাঁধনের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল ‘রেহানা মরিয়ম নূর’। এরপর অভিনেত্রী প্রায়ই বলেছেন, নারীপ্রধান গল্পে কাজ করতে চান। অবশেষে রেহানা মুক্তির চার বছর পর এ ঈদে মুক্তি পেয়েছে বাঁধন অভিনীত আরেকটি নারীপ্রধান গল্পের সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’।

ঈদের দিন থেকে সিনেমাটি দেখা যাচ্ছে সিনেপ্লেক্সে। প্রতিদিন দর্শক প্রতিক্রিয়া জানতে বিভিন্ন হলে ছুটে যাচ্ছেন বাঁধন। সিঙ্গেলস্ক্রিনের হলমালিকদের এশা মার্ডার চালানোর ঝুঁকি নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। বাঁধনের বিশ্বাস, সেখানেও দর্শক পছন্দ করবে সিনেমাটি।

বাঁধন বলেন, ‘এশা মার্ডার সিঙ্গেলস্ক্রিনেও চলার মতো সিনেমা। সিঙ্গেলস্ক্রিনের মালিকদের বলতে চাই, আপনারা একবার ঝুঁকি নিয়ে এশা মার্ডার চালিয়ে দেখুন। আমার বিশ্বাস, এ সিনেমা মানুষ পছন্দ করবে। আমার ও মায়ের বাসার দুই সাহায্যকারী সিনেমাটি দেখে কাঁদতে কাঁদতে হল থেকে বেরিয়েছেন।'

তিনি বলেন, 'আমাকে ভালোবাসে বলে নয়, তারা সিনেমার গল্প ও চরিত্রের সঙ্গে কানেক্ট করতে পেরেছেন। তাই আপনাদের অনুরোধ করব, ঝুঁকিটা নিয়ে দেখুন। সব সময় একই ধরনের সিনেমা চালাবেন, এটা তো হয় না। আপনাদেরও দায়িত্ব আছে। আমাদের পাশে থাকেন, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে সাহায্য করেন।’

দেশে নারীপ্রধান গল্পের সিনেমার সংখ্যা কম। এমন পরিস্থিতিতে এশা মার্ডার নির্মাণের জন্য নির্মাতা ও প্রযোজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাঁধন বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে পুরুষরা এত বেশি প্রাধান্য পায় যে এখানে নারীপ্রধান গল্প নিয়ে কাজ করার সাহস কেউ করে না। সে ক্ষেত্রে এশা মার্ডার ব্যতিক্রম। এ জন্য নির্মাতা ও প্রযোজকের কাছে আমি কৃতজ্ঞ। তারা সাহস করে ঈদে মুক্তি দিয়েছেন।’

এইচ.এস/

বাঁধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন