মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডে সেরা উদীয়মান ইয়ামাল, সেরা দল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে এবার ইউরোতে স্পেন এবং ক্লাবে বার্সার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে লামিনে ইয়ামাল জিতেছেন বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। যে পুরস্কারের আনুষ্ঠানিক নাম ব্রেকথ্রু অব দ্য ইয়ার। খবর এএফপির।

বিগত ২০০০ সাল  থেকে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়। আর এ ক্ষেত্রে কে বিজয়ী হবেন, তা ঠিক করেন লরিয়াস স্পোর্টস একাডেমির ৭১ জন সদস্য।

এদিকে একই রাতে লরিয়াসের বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ হয়েছেন সুইডিশ পোল ভল্টার মন্ডো ডুপ্লান্টিস। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন আমেরিকান জিমন্যাস্ট সিমোন বাইলস। রেকর্ড চতুর্থবারের মতো বর্ষসেরা ক্রীড়াবিদের খেতাব জিতে ইতিহাস গড়েছেন বাইলস। এ নিয়ে ক্যারিয়ারে ১০ বার তিনি নিজের বিশ্বরেকর্ড ভাঙলেন!

এবার সেরা উদীয়মানের পুরস্কার জেতার পথে ১৭ বছর বয়সী ইয়ামাল পেছনে ফেলেন জুলিয়েন আলফ্রেড (অ্যাথলেটিকস), সামার ম্যাকিনটশ (সাঁতার), লেসলি টেবোগো (অ্যাথলেটিকস) ও ভিক্টর ওয়েম্বানিয়ামাকে (বাস্কেটবল)। স্পেনের হয়ে ২০২৪ ইউরোতেও সেরা উদীয়মান হওয়া ইয়ামাল গত বছর বার্সার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে করেন ১৪ গোল, করান আরও ২১টি।

অপরদিকে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে এবার বর্ষসেরা দল রিয়াল মাদ্রিদ। গত বছর লা লিগা জেতার পাশাপাশি কার্লো আনচেলত্তির দল ১৫তমবারের মতো চ্যাম্পিয়নস লিগও জিতেছে।

আরএইচ/


লামিনে ইয়ামাল লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন