বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে লাল চাঁদ হত্যাকে অজুহাত বানানো হচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

#

আজ সোমবার (১৪ই জুলাই) রাজধানীর গুলশানে বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনাকে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার ‘অজুহাত’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এ ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে।’

আজ সোমবার (১৪ই জুলাই) রাজধানীর গুলশানে বিএনপির  চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। বিএনপির মহাসচিব জানান, এ ঘটনা অনুসন্ধান করতে বিএনপির পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, ‘লাল চাঁদ হত্যাকে ঘিরে পরিকল্পিতভাবে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা চলছে। কোনো একটি মহলের প্ররোচনায় এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিএনপি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে।’

মির্জা ফখরুল বলেন, ‘পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টায় এ হত্যাকাণ্ডকে ব্যবহার করা হচ্ছে। আশপাশে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও কেউ কোনো ধরনের প্রতিরোধে এগিয়ে আসেনি—যা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে ৯ই জুলাই, কিন্তু হত্যাকাণ্ডের ভিডিও পরিকল্পিতভাবে ১১ই জুলাই জুমার নামাজের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। কিছু সুনির্দিষ্ট আইডি ও পেজে আগে থেকেই তৈরি করা ফটোকার্ড প্রচার করা হয়। যা প্রমাণ করে, ঘটনাটি অনলাইনে ছড়িয়ে দেওয়ার জন্য আগেই প্রস্তুতি নেওয়া হয়েছিল।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন