বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অলিম্পিকে ইতিহাস গড়তে যাচ্ছেন নারী অ্যাথলেটরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসে আয়োজিত অলিম্পিকে কোন খেলায় কয়টি করে দল খেলবে, মোট ইভেন্টের সংখ্যা কত হবে, কতজন করে অ্যাথলেট থাকবেন—এসব বিষয় চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। খবর এএফপির।

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (১০ই এপ্রিল) সকালে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এক সংবাদ সম্মেলন করে এসব জানিয়েছে আইওসি।  

অলিম্পিকের ইতিহাসে প্রথমবার সংখ্যায় পুরুষ অ্যাথলেটদের ছাড়িয়ে যাবেন নারী অ্যাথলেটরা। লস অ্যাঞ্জেলেসে পুরুষ অ্যাথলেট থাকবেন ৫ হাজার ১৬৭ জন, নারী অ্যাথলেট ৫ হাজার ৩৩৩ জন।

২০২৮ সালের অলিম্পিকে মেয়েদের ফুটবলে দল বাড়ানো ও পুরুষ ফুটবলে দল কমানোর প্রভাবই পড়েছে। মেয়েদের দল বেড়ে ১২ থেকে ১৬ হচ্ছে। অন্যদিকে ছেলেদের ফুটবলে ১৬ দল থেকে কমে অংশে নেবে ১২টি দল। এ ছাড়া মেয়েদের বক্সিংয়ে ইভেন্ট বাড়ায় ও ওয়াটার পোলোতে দুটি দল বাড়ানোর প্রভাব পড়েছে।

এবার লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে গলফ, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস ও অ্যাথলেটিকসে নতুন কিছু মিশ্র ইভেন্ট থাকছে।

এদিকে সাঁতারে ফ্রিস্টাইলের মতো ব্যাকস্ট্রোক, বাটারফ্লাই ও ব্রেস্টস্ট্রোকেও  প্রথমবার যোগ করা হয়েছে ৫০ মিটার ইভেন্ট।

আরএইচ


লস অ্যাঞ্জেলেস অলিম্পিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন