ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হ্যারি কেইন। তিনি দীর্ঘ ১৩ বছর ছিলেন টটেনহামে এবং ইংল্যান্ডের হয়ে খেলছেন ১০ বছর ধরে। গতকাল রোববার (৪ঠা মে) রাতে পনেরো বছর পর কেইন শিরোপা জয় করেছেন। খবর এএফিপর।
সেরা স্ট্রাইকার কেইনের ক্যারিয়ার যেন হাহাকারের গল্প। সবকিছু করেও যে নামের পাশে ছিল না কোনো শিরোপা। সেই শিরোপা–খরা কাটাতে কেইন যান বায়ার্ন মিউনিখে, দুই মৌসুম আগে। বায়ার্নের শিরোপা জিততে না পারার দায়ও এরপর এসে পড়ল কেইনের কাঁধে। বলা হলো, ‘অভাগা যেদিকে যায়, সাগর শুকিয়ে যায়।’
এদিকে লিগের হিসাব বাদ দিলেও কেইন ক্যারিয়ারে ছয়বার ফাইনাল খেলেছেন। টটেনহামের হয়ে খেলেছেন দুটি লিগ কাপের ফাইনাল এবং একটি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। বায়ার্নের হয়ে হেরেছেন জার্মান সুপার কাপের শিরোপা–লড়াই এবং ইংল্যান্ডের হয়ে হেরেছেন টানা দুই ইউরোর ফাইনাল। এতবার ফাইনাল হারের পর কেইনের শিরোপা জিততে না পারাকে দেখা হচ্ছিল ‘অভিশাপ’ হিসেবেই। তবে গতকাল রাতে সেই অভিশাপকে কবর দিয়ে দিলেন কেইন।
আর মৌসুম শেষ হওয়ার আগেই গতকাল রাতে নিশ্চিত হলো কেইনের প্রথম শিরোপা। ১৫ বছর, ৬ ফাইনাল, ৬৯৪ ম্যাচ এবং ৪৪৭ গোলের পর অবশেষে কেইন জিতলেন একটা ট্রফি!
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্যাপনের একাধিক ভিডিও এবং ছবিও পোস্ট করেছেন কেইন। যেখানে একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন’। আরও একটিতে লিখেছেন, ‘একসঙ্গে জিতেছি, একসঙ্গে উদ্যাপন করছি’; আর ছবির অ্যালবামের ক্যাপশনে লিখেছেন, ‘কী অসাধারণ অনুভূতি।’
আরএইচ/