বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

পপতারকা ম্যাডোনার বায়োপিকে মুখ্য চরিত্রে জুলিয়া গার্নার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকান জনপ্রিয় পপতারকা ম্যাডোনার জীবনের ওপর ভিত্তি করে নির্মিতব্য বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জুলিয়া গার্নার। ২০২২ সালে এই বায়োপিক তৈরির কথাটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পাশাপাশি সে বছর গার্নারের নামও চূড়ান্ত করা হয়। তবে পরে একাধিক প্রতিবেদন থেকে জানা যায়, বিভিন্ন কারণে ছবির কাজ স্থগিত করা হয়েছে। 

এই পরিস্থিতিতে সিনেমাটি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হলেও, সম্প্রতি ‘স্মার্টলেস’ পডকাস্টে অংশ নিয়ে জুলিয়া গার্নার স্পষ্টভাবে জানান- বায়োপিকটি এখনও নির্মাণাধীন এবং কাজ চলছে।

তিনি বলেন, ‘আমি জানতাম যে ম্যাডোনাকে নিয়ে তারা একটি সিনেমা তৈরি করছে, আর তখনই আমি অডিশন দেওয়ার সিদ্ধান্ত নিই। আমি দেখতে চেয়েছিলাম, আমি এটা করতে পারব কী না।’ গার্নার জানান, ম্যাডোনার একজন বড় ভক্ত হিসেবে এই চরিত্রে অভিনয় করার সুযোগ তার জন্য ভীষণ আকর্ষণীয় ছিল। 

অভিনেত্রী আরও জানান, অডিশনের জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। অভিনয়ের পাশাপাশি নাচের প্রশিক্ষণও নিতে হয়েছে। কারণ তিনি আগে কখনো পেশাগতভাবে নাচ শেখেননি। গার্নার বলেন, “আমি নিজেকে জিজ্ঞাসা করেছিলাম, ‘ম্যাডোনা কী করত?’ আমি সেসব কাজই করার চেষ্টা করেছি।’’

উল্লেখ্য, কিছুদিন আগে জুলিয়া গার্নার অভিনীত বহুল আলোচিত মার্ভেল সিনেমা ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে এ তারকাকে ‘সিলভার সার্ফার’ চরিত্রে দেখা গেছে। এখন তিনি বহুল প্রতীক্ষিত পপতারকা ম্যাডোনার বায়োপিকের কাজে মনোযোগ দিয়েছেন, যা নিয়ে দুই তারকার ভক্তরাও ভীষণ আগ্রহী।

জে.এস/


হলিউড হলিউড অভিনেত্রী জুলিয়া গার্নার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন