বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

দেশ এখন আমিষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: সালমান এফ রহমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, দেশ এখন আমিষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের খাদ্যের কোনো ঘাটতি নেই। আমরা পশু-পাখি পালন করে নিজেরা স্বাবলম্বী হচ্ছি। সেই সঙ্গে দেশের আমিষের চাহিদা পূরণ করছি।

শনিবার (২০শে এপ্রিল) সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, দেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছে। এই স্মার্ট বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে সকলের অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা দরকার। আর এই সম্মেলিত প্রচেষ্টাতেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। 

আরও পড়ুন: জাতিসংঘে শান্তিচুক্তির অগ্রগতি তুলে ধরল বাংলাদেশ

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আপনারা আমাকে ২য় বারের মত ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আপনাদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি আমার কাজ করে যাচ্ছি। আমি দোহার-নবাবগঞ্জকে মডেল উপজেলায় রূপান্তরিত করতে যা যা প্রয়োজন সব করছি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে সংরক্ষিত নারী আসনের নারী সংসদ সদস্য আনার কলি পুতুল, দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম, সহকারী কমিশনার ভূমি আব্দুল হালিম, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জালাল, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাসনা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফারজানা জাহানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসকে/

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিষের চাহিদা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন