মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

শাহজালালে দুই কেজি স্বর্ণসহ যাত্রী আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ১২ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ১১১ গ্রাম স্বর্ণসহ আবদুল রহমান সোহাগ নামের এক ব্যক্তিকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সদস্যরা।  

বুধবার (১২ই জুন) একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইটের ঢাকায় ফেরেন তিনি।

তাকে তল্লাশি করে  ১১৬ গ্রাম ওজনের স্বর্ণবার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার এবং ১ হাজার ৮৯৫ গ্রাম স্বর্ণের পেস্ট পাওয়া যায়। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য  আনুমানিক ২ কোটি ১১ লাখ ১০ হাজার  টাকা।

আরো পড়ুন: দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশের তালিকায় তৃতীয় বাংলাদেশ

জানা যায়, দুবাই থেকে আসা যাত্রী আবদুল রহমান সোহাগ বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আটক হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনএসআই কর্মকর্তাদের তিনি জানান, তার কাছে শুল্ক প্রদান করা ১১৬ গ্রাম ওজনের ১টি স্বর্ণবার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার রয়েছে। এছাড়া আর কোনো স্বর্ণ নেই। 

তবে তার আচরণ সন্দেহজনক মনে হলে পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে আর্চওয়ের মাধ্যমে দেহ তল্লাশি করা হয়। এসময় তার মলাশয়ে স্বর্ণের উপস্থিতি পাওয়া যায়। এরপর তাকে ওয়াশরুমে নিয়ে মলাশয় থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো প্রায় ৩১৬ গ্রাম ওজনের ৬টি (১৮৯৬ গ্রাম) ডিম্বাকৃতির স্বর্ণের পিণ্ড উদ্ধার করা হয়।  

কাস্টমস কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, উদ্ধারকৃত স্বর্ণসহ আবদুল রহমান সোহাগ বর্তমানে কাস্টমসের হেফাজতে রয়েছেন। আরও স্বর্ণের উপস্থিতি আছে কি না তা নিশ্চিত হতে জন্য তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হবে। আটক আবদুল রহমান সোহাগের নামে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এইচআ/ 

স্বর্ণ চোরাচালন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন