ছবি: সংগৃহীত
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ গুঞ্জনের নেপথ্য কারণ হিসেবে উঠে এসেছিল শাশুড়ি-ননদের সঙ্গে তিক্ততার খবর। এবার এই ইস্যুকে পেছনে ফেলে এগিয়ে আছে অভিষেকের পরকীয়ার গুঞ্জন। নিমরত কৌরের সঙ্গে নাম জড়িয়েছে তার। এ নিয়ে টু-শব্দটি করেননি অভিষেক ও ঐশ্বরিয়া। তবে এর আগে বিচ্ছেদ নিয়ে কথা বলেছিলেন রাই সুন্দরী।
এরই মাঝে পুরোনো একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, যাতে বিচ্ছেদ নিয়ে কথা বলতে দেখা যায় ঐশ্বরিয়াকে।
মার্কিন অভিনেত্রী অপরাহ উইনফ্রে একটি টক শো সঞ্চালনা করেন। ২০০৯ সালে এতে অতিথি হিসেবে উপস্থিত হন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। বিয়ের সময়ে অনেকগুলো রীতি-নীতি পালন করেন এ দম্পতি।
অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ের সেই সব রীতি-নীতি পালনের কথা স্মরণ করে অপরাহ জানতে চান, এরপর আপনাদের বিবাহবিচ্ছেদ হওয়া কঠিন হবে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে চিৎকার করে ঐশ্বরিয়া বলেছিলেন, ‘এমনটা ঘটার সম্ভাবনার কথাও ভাবি না। এমনকি আমরা চিন্তা করার চেষ্টাও করি না। আমরা পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’
আরও পড়ুন: মনীষার কাছে ব্রিটিশ রাজবধূর যে বার্তা এলো
এরপর সঞ্চালক জানতে চান, বিয়ের পর কি পরিবারের সঙ্গে থাকবেন? এ প্রশ্ন শুনে অভিষেকের উত্তরের অপেক্ষা করেন ঐশ্বরিয়া। কিন্তু অভিষেক প্রশ্নের উত্তর না দিয়ে সঞ্চালককে উল্টা প্রশ্ন করেন— আপনি কি আপনার পরিবারের সঙ্গে থাকেন?
অভিষেক বচ্চনের এমন জবাবের তারিফ করেন তার ভক্ত-অনুরাগীরা। এমনকি স্বামীর বুদ্ধিমত্তায় মুগ্ধ হতে দেখা যায় ঐশ্বরিয়াকে। পরে সঞ্চালকের প্রশ্নের উত্তরে ঐশ্বরিয়া রাই বচ্চন বলেছিলেন, ‘এটি (পরিবারের সঙ্গে বসবাস করা) সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার এবং আমাদের জন্য এটাই স্বাভাবিক।’
২০০৭ সালের ২০শে এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ই নভেম্বর এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যা আরাধ্য।
তথ্যসূত্র: পিঙ্কভিলা
এসি/ আই.কে.জে