বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত *** ‘আমাদের আন্দোলন ছিনতাই হয়ে গেছে’, বলছে নেপালের জেন–জি *** ছাত্রদলের প্রার্থীদের শুভকামনা জানিয়ে পোস্ট, ব্রাহ্মণবাড়িয়ার ওসিকে প্রত্যাহার *** নিজেদের সবটুকু দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনব: আবিদুল *** মিয়ানমারের খনিজ পেতে বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় ভারত *** ব্রিটেনে উৎসবমুখর পরিবেশে উদীচীর দ্বাদশ সম্মেলন *** জয় উপলক্ষে দোয়া ও শব্বেদারি কর্মসূচি ছাত্রশিবিরের, হবে না আনন্দমিছিল *** ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপির সালাহউদ্দিন *** টইটুম্বুর কাপ্তাই লেক, খুলে দেওয়া হল বিদ্যুৎকেন্দ্রের ১৬টি জলকপাট *** প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে তাইজুল

তুর্কমেনিস্তানকে ৭ গোলে হারিয়ে উৎসবের আনন্দে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫

#

গোলের পর মারিয়া মান্দা, তহুরা খাতুন ও ঋতুপর্ণা চাকমার উচ্ছ্বাস। ছবি: বাফুফে

এশিয়ান কাপে খেলা নিশ্চিত হলেও বাংলাদেশ জমিয়ে রেখেছিল উদ্‌যাপন। কোচ পিটার বাটলারের কড়া নির্দেশ হালকাভাবে নেওয়া যাবে না তুর্কমেনিস্তানকে। প্রথমার্ধে সেরা খেলাটা উপহার দিয়ে রেকর্ডের সম্ভাবনা জাগিয়েছিলেন মেয়েরা। দ্বিতীয়ার্ধে কিছুটা হতাশ করলেও মাঠ ছেড়েছেন বড় জয় নিয়ে। এখন তো উদ্যাপন করাই যায়।

আজ শনিবার (৫ই জুলাই) মিয়ানমারের থুউনা স্টেডিয়ামে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সাতটি গোলই আসে ম্যাচের প্রথমার্ধে। জোড়া গোল করেন ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার চেষ্টা করেও কেউ পাননি গোলের দেখা।

র‍্যাঙ্কিংয়ের ১৪১ নম্বর দলকে বাংলাদেশ (১২৮) গোলের মালা সাজাতে শুরু করে চতুর্থ মিনিট থেকে। শামসুন্নাহার জুনিয়রের কাটব্যাকে বল পেয়ে স্বপ্না রানীর কাছে পাস দেন তহুরা খাতুন। বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাপান স্বপ্না।

ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার জুনিয়র। মনিকা চাকমার ক্রসে আফঈদা খন্দকারের হেড রুখে দেন তুর্কমেনিস্তান গোলরক্ষক আমানবেরদিয়েভা আয়শা। কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে জালের দেখা পান শামসুন্নাহার জুনিয়র। ১৩ মিনিটে দ্বিতীয়বার গোলের খাতায় নাম লেখান এ ফরোয়ার্ড। এবার বাঁ প্রান্ত থেকে তাকে বলের জোগান দেন শামসুন্নাহার সিনিয়র।

১৬ মিনিটে তহুরার কাছ থেকে তুর্কমেনিস্তানের কুরবানোভা পেরভানা বল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু উল্টো মনিকার কাছে বল ঠেলে দেন তিনি। বাঁ পায়ের জোরালো শটে গোল করতে কোনো ভুল করেননি মনিকা। ১৭ মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে নেওয়া ঋতুপর্ণা চাকমার শট তুর্কমেনিস্তান গোলরক্ষকের হাত ফসকে চলে যায় জালে।

যা গোলপোস্টে পরিবর্তন আনতে বাধ্য করে তুর্কমেনিস্তান কোচ বরিস বোরোভিককে। আয়শাকে উঠিয়ে এলনুরা মাকসিউতোভাকে মাঠে নামান তিনি। তাতে অবশ্য খুব একটা লাভ হয়নি। ২১ মিনিটে ঋতুপর্ণার ক্রস থেকে বাংলাদেশের ষষ্ঠ গোলটি করেন তহুরা।

সপ্তম গোলের জন্য অবশ্য অপেক্ষা করতে হয় ২০ মিনিটের মতো। ৪১ মিনিটে কর্নার থেকে মনিকা বল দেন ঋতুপর্ণার কাছে। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে নিশানা খুঁজে নেন ঋতুপর্ণা।

বিরতির পর বাংলাদেশের সামনে ছিল সবচেয়ে বড় ব্যবধানে জয়ের সুযোগ। কিন্তু র‍্যাঙ্কিংয়ে ১৩ ধাপ পিছিয়ে থাকা দলটির সঙ্গে আক্রমণাত্মক খেলার সেই ধার আর ধরে রাখতে পারেনি। একাদশে বেশ কিছু বদল আনেন কোচ। কিন্তু ডি বক্সের সামনে সেভাবে বিপদ সৃষ্টি করতে পারেননি কেউই। গোলের ব্যবধানও তাই বাড়েনি। ফলে ২০১০ সালে ভুটানের বিপক্ষে ৯-০ গোলের জয়ের রেকর্ডটি অক্ষত থাকল।

বাংলাদেশ নারী ফুটবল দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন