সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

দেশের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট দখল শরিফুলের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ২৯শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের চতুর্থ বোলার হিসেবে টি২০ ক্রিকেটে ৫০ উইকেট দখলের কৃতিত্ব দেখিয়েছেন পেসার শরিফুল ইসলাম। গতকাল বুধবার (২৮শে মে) পাকিস্তানের বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-২০ ম্যাচে শরিফুল এ কৃতিত্ব অর্জণ করেন।

গতকাল পাকিস্তানি ওপেনার ফখর জামানকে ১ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলে শরিফুল তার ক্যারিয়ারের ৫০ উইকেট পূর্ণ করেন। তবে এর আগে বাংলাদেশের হয়ে টি-২০ ক্রিকেটে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

এদিকে টি-২০ ক্রিকেটে সাকিব ও মুস্তাফিজ ১০০ উইকেটের মাইলফক স্পর্শ করে ফেলেছেন। এ ছাড়া সর্বমোট ১৪৯ উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব যেহেতু ইতোমধ্যেই টি-২০ থেকে অবসরের ঘোষনা দিয়েছেন, সে কারনে ১৩৪ উইকেট নেওয়া মুস্তাফিজের সামনে সুযোগ রয়েছে তাকে টপকে যাবার। আর তাসকিনের সংগ্রহে রয়েছে ৮২ উইকেট।

গতকাল শরিফুল ক্যারিয়ারের ৪৫তম ম্যাচে ৫০ উইকেটের কোটা পূরণ করলেন। গতকাল ওই ম্যাচে শরিফুল মিডল অর্ডার ব্যাটার শাদাব খানের উইকেটও দখল করেছেন। এমেনকি শেষ পর্যন্ত ৩২ রানে তিনি ২ উইকেট দখল করেন।

মাহেদি হাসান টি-টোয়েন্টিতে ৫০ উইকেট প্রাপ্তির লড়াইয়ে পরবর্তী বোলার হিসেবে এগিয়ে আছেন। গতকাল পাকিস্তানের বিপক্ষে ১ উইকেট নেওয়ার পর এ মুহূর্তে তার সর্বমোট উইকেট সংখ্যা ৪৯।

আরএইচ/

টি-টোয়েন্টি শরিফুল ইসলাম বাংলাদেশি পেসার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন