ছবি: সংগৃহীত
৬১টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের জন্য আবেদন পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংসদীয় আসনের সীমানা নির্ধারণসংক্রান্ত বিদ্যমান আইনের সংশোধনীর গেজেট পেলেই সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু করবে সাংবিধানিক এ সংস্থা।
আজ বুধবার (৭ই মে) বিকেলে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি বলে আসছিল, সংসদীয় আসনের সীমানা নির্ধারণসংক্রান্ত বিদ্যমান আইনের একটি ধারায় মুদ্রণত্রুটি আছে। যে কারণে ইসি চাইলেও নতুন করে বড় আকারে সীমানায় পরিবর্তন আনতে পারবে না, শুধু কোনো প্রশাসনিক পরিবর্তন থাকলে তা অন্তর্ভুক্ত করা যাবে।
তাই ইসি এখানে সংশোধনী আনার প্রস্তাব করেছিল। গতকাল মঙ্গলবার (৬ই মে) উপদেষ্টা পরিষদ ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ–২০২৫’–এর অনুমোদন দেয়। তবে এখনো গেজেট প্রকাশ করা হয়নি।
ইসি সচিব বলেন, এখন পর্যন্ত ৬১টি সংসদীয় আসনের বিষয়ে ৪০৫টি আবেদন এসেছে। একেকটি আসনে একাধিক আবেদনও আছে। গেজেট পেলে তারা কাজ শুরু করবেন। যত দ্রুত সম্ভব, আবেদনগুলো নিষ্পত্তি করা হবে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন