মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

গেজেট হলেই সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু: ইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ৭ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

৬১টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের জন্য আবেদন পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংসদীয় আসনের সীমানা নির্ধারণসংক্রান্ত বিদ্যমান আইনের সংশোধনীর গেজেট পেলেই সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু করবে সাংবিধানিক এ সংস্থা।

আজ বুধবার (৭ই মে) বিকেলে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি বলে আসছিল, সংসদীয় আসনের সীমানা নির্ধারণসংক্রান্ত বিদ্যমান আইনের একটি ধারায় মুদ্রণত্রুটি আছে। যে কারণে ইসি চাইলেও নতুন করে বড় আকারে সীমানায় পরিবর্তন আনতে পারবে না, শুধু কোনো প্রশাসনিক পরিবর্তন থাকলে তা অন্তর্ভুক্ত করা যাবে। 

তাই ইসি এখানে সংশোধনী আনার প্রস্তাব করেছিল। গতকাল মঙ্গলবার (৬ই মে) উপদেষ্টা পরিষদ ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ–২০২৫’–এর অনুমোদন দেয়। তবে এখনো গেজেট প্রকাশ করা হয়নি।

ইসি সচিব বলেন, এখন পর্যন্ত ৬১টি সংসদীয় আসনের বিষয়ে ৪০৫টি আবেদন এসেছে। একেকটি আসনে একাধিক আবেদনও আছে। গেজেট পেলে তারা কাজ শুরু করবেন। যত দ্রুত সম্ভব, আবেদনগুলো নিষ্পত্তি করা হবে।

এইচ.এস/

নির্বাচন কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন