বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

ওয়ান্ডার উইমেন চরিত্রে আলেকজান্দ্রা দাদারিও!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘ওয়ান্ডার উইমেন’। ডেভিড কোরেন্সওয়েটকে নিয়ে সুপারম্যান রিবুটের পর এবার ব্যাটম্যান ও ওয়ান্ডার উইমেনকে নিয়ে নতুন পরিকল্পনা করছেন ডিসি স্টুডিওর সহ-প্রধান নির্বাহী জেমস গান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, স্টুডিও বর্তমানে জনপ্রিয় এই চরিত্রগুলোর জন্য নিখুঁত চিত্রনাট্য তৈরির কাজ করছে।

এর আগে ওয়ান্ডার উইমেন চরিত্রে দীর্ঘদিন অভিনয় করেছেন তারকা অভিনেত্রী গ্যাল গ্যাদত। ওয়ান্ডার উইমেন (২০১৭) এবং ওয়ান্ডার উইমেন ১৯৮৪ (২০২০)সহ আরও কিছু সিনেমায় এই একই চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন তিনি। প্রথমে গ্যাদত দাবি করেছিলেন যে, নতুন সিনেমার বিষয়ে গানের সঙ্গে তার আলোচনা চলছে। কিন্তু পরে সেই আলোচনা বাতিল হয়ে গেলে অভিনেত্রীর ডিসি থেকে বিদায়ের খবর ছড়িয়ে পড়ে। এমন খবরে হতাশ ভক্তরাও।

ওয়ান্ডার উইমেন চরিত্রে নতুন মুখ কে হবেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এআই দিয়ে তৈরি করা আলেকজান্দ্রা দাদারিওর বেশকিছু ছবি ভাইরাল হয়, যেখানে তাকে ওয়ান্ডার উইমেন চরিত্রে দেখা গেছে।

এসব ছবি দেখে অনেকে মনে করছেন, এই চরিত্রে দাদারিওকে খুব ভালো মানাবে। তার ওপর পার্সি জ্যাকসন সিরিজে ‘অ্যানাবেথ’-এর ভূমিকায় এ অভিনেত্রীর গ্রিক অনুপ্রাণিত যোদ্ধার অভিজ্ঞতা চরিত্রটিতে তাকে মানিয়ে নিতে সাহায্য করতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এর আগে তিনি ডিসি ইউনিভার্সের হয়ে কাজও করেছেন। তবে স্টুডিও এ চরিত্রটির জন্য নতুন মুখের খোঁজ করছে বলে জানা গেছে। কেননা দাদারিওর বয়স এখন ৩৯ বছর, যা তাদের পরিকল্পনায় বড় বাধা হিসেবে দাঁড়াতে পারে। যদিও অভিজ্ঞতার কারণে তাকে একজন শক্তিশালী প্রতিযোগী হিসেবেই দেখা হচ্ছে।
জে.এস/

হলিউড হলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন