মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

স্প্যানিশ ক্লাব বার্সার শিরোপা ও এল ক্ল্যাসিকো জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

কোপা দেল রে কাপ প্রতিযোগিতার ফাইনালে ১৯৯০ সালের পর  রিয়ালের বিপক্ষে বার্সা গতকাল শনিবার (২৬শে এপ্রিল) রাতে প্রথম জয় পেয়েছ। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ২০২১ সালের পর প্রথম কোপা দেল রে জিতল। ক্লাব ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল-বার্সা কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হয়েছিল। খবর রয়টার্সের।

প্রথমার্ধের ২৮ মিনিটে গোলের সেই আগুন জ্বালালেন পেদ্রি, বিরতির পর ৭০ মিনিটে কিলিয়ান এমবাপ্পে। এরপর ৭৭ ও ৮৪ মিনিটে আরও দুই গোল। প্রথমটিতে চুয়ামেনি ২-১ গোলে এগিয়ে দেন রিয়ালকে, ফেরান তোরেসের পরের গোলে আবার সমতায় বার্সা (২-২)। নির্ধারিত সময় পর্যন্ত এটাই স্কোরলাইন, যেখানে বার্সা প্রথমে এগিয়ে গিয়ে সমতায় ফিরতে বাধ্য হয়। এরপর রিয়ালও এগিয়ে গিয়ে সমতায় ফিরেছে।

এদিকে অতিরিক্ত সময়ে সবাই যখন পেনাল্টি শুটআউটের প্রহর গুনছিলেন, ঠিক তখনই শেষ মোচড়। ১১৬ মিনিটে বার্সা ডিফেন্ডার জুলস কুন্দের গোলে আবারও এগিয়ে যায় বার্সা। লুকা মদরিচের ঢিলেঢালা পাসের সুযোগ নিয়ে ২৫ গজ দূর থেকে ডান পায়ের বুলেট গতির শটে গোল করেন ফরাসি ডিফেন্ডার। শেষ পর্যন্ত ৩-২ গোলের এ স্কোরলাইনেই নিশ্চত হয় বার্সার জয়।

এ মৌসুমের তৃতীয় ক্লাসিকোতেও দর্শকদের রাত জাগা স্বার্থক হয়েছে, বিশেষ করে বার্সার সমর্থকদের জন্য। এর আগে গত অক্টোবরে রিয়ালকে লিগে ৪-০ গোলে পরাজিত করে জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপেও ৫-২ গোলে জয় পেয়েছে বার্সা। অর্থাৎ এ মৌসুমে তিনবার রিয়ালের মুখোমুখি হয়ে ১২ গোল করল বার্সা।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ২০২১ সালের পর প্রথম কোপা দেল রে জিতল। আর ১৯৯০ সালের পর কোপা দেল রে কাপ প্রতিযোগিতার ফাইনালে রিয়ালের বিপক্ষে বার্সার প্রথম জয়।

এদিকে স্প্যানিশ সুপার কোপা জিতলেও বার্সা কোচ হিসেবে এটা হান্সি ফ্লিকের প্রথম বড় শিরোপা জয়। অন্যদিকে, আনচেলত্তির রিয়াল কোচ হিসেবে শিরোপা জয়ের সম্ভবত শেষ সুযোগ ছিল। চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই বাদ পড়েছে রিয়াল। লা লিগায় তাদের সঙ্গে ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে ফ্লিকের বার্সা। 

আরএইচ/

এল ক্লাসিকো বার্সা-রিয়াল কোপা দেল রে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন