মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি

দেশের দুর্গম চরাঞ্চলে সৌদি বাদশাহর নামে ভাসমান হাসপাতাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ১০ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

চাঁদপুরের দুর্গম চরাঞ্চলের মানুষকে চিকিৎসাসেবা দিচ্ছে প্রয়াত সৌদি বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজের নামে চালু করা ভাসমান হাসপাতাল।

ভাসমান হাসপাতালটির কার্যক্রমে সহযোগিতা করছে বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ। সংস্থার নির্বাহী পরিচালক রুনা খান বলেন, আবদুল্লাহ বিন আবদুল আজিজের নামে দেশে পাঁচটি ভাসমান হাসপাতালের কার্যক্রম চলবে। চাঁদপুরে গত জানুয়ারি থেকে এ ভাসমান হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। এটি পর্যায়ক্রমে লক্ষ্মীপুর ও ভোলা হয়ে আবার চাঁদপুরে ফিরে আসবে।

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মেঘনা নদীর দুর্গম চরাঞ্চলের মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ ভাসমান হাসপাতাল। যেখানে রয়েছেন তিনজন চিকিৎসকসহ ১৮ জন স্বাস্থ্যসেবাকর্মী। 

তিনতলা ভাসমান হাসপাতালের এক কক্ষে চলে চোখের ছানি অপারেশন ও লেন্স লাগানোর কাজ। আরেক কক্ষে চলে দাঁতের চিকিৎসা। আরও কয়েকটি কক্ষে রোগী দেখেন চিকিৎসকরা৷ ল্যাবে চলে বিভিন্ন পরীক্ষা। চিকিৎসা শেষে রোগীদের বিনা মূল্যে দেওয়া হয় ওষুধ।

হাসপাতালের চিকিৎসক সুমিত কুমার সাহা বলেন, ‘আমরা প্রাথমিক চিকিৎসাসেবার পাশাপাশি বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার ব্যবস্থা করে আসছি। বিনা মূল্যে বিভিন্ন অপারেশন ও ওষুধ দিচ্ছি।’

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, এ চরাঞ্চলের মানুষকে ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে তিন মাস ধরে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, যাতে তারা চাঁদপুরের চরাঞ্চলের মানুষকে আরও বেশি সেবা দেয়। বিশেষ করে প্রসূতি মায়েদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেন।

বুধবার (৯ই এপ্রিল) ফিতা কেটে আধুনিক সুবিধা–সংবলিত হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কিং আবদুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোলায়মান আবদুল আজিজ।

এইচ.এস/

ভাসমান হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন