প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল। ছবি: প্রেস সচিবের ফেসবুক পেজ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ত. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে করতে যমুনায় এসেছে বিএনপির প্রতিনিধি দল। আজ শনিবার (২৪শে মে) রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ আসেন।
দলীয় সূত্রে জানা গেছে, চার সদস্যের বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে আছেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
রাজনীতিতে হঠাৎ তৈরি হওয়া নানা উৎকন্ঠা-গুঞ্জনের মধ্যে বিএনপির প্রতিনিধি দলটি মুহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে এল।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন