বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত *** ‘আমাদের আন্দোলন ছিনতাই হয়ে গেছে’, বলছে নেপালের জেন–জি *** ছাত্রদলের প্রার্থীদের শুভকামনা জানিয়ে পোস্ট, ব্রাহ্মণবাড়িয়ার ওসিকে প্রত্যাহার *** নিজেদের সবটুকু দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনব: আবিদুল *** মিয়ানমারের খনিজ পেতে বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় ভারত *** ব্রিটেনে উৎসবমুখর পরিবেশে উদীচীর দ্বাদশ সম্মেলন *** জয় উপলক্ষে দোয়া ও শব্বেদারি কর্মসূচি ছাত্রশিবিরের, হবে না আনন্দমিছিল *** ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপির সালাহউদ্দিন *** টইটুম্বুর কাপ্তাই লেক, খুলে দেওয়া হল বিদ্যুৎকেন্দ্রের ১৬টি জলকপাট *** প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে তাইজুল

থাইল্যান্ডে খেলবেন ঋতুপর্ণারা, এশিয়ান কাপের প্রস্তুতি শুরু কবে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৭ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। হাতে আছে ৬ মাস। প্রস্তুতি নিতে পরিকল্পনাও গুছিয়ে ফেলেছে বাফুফে। ১৫ই সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান কাপের প্রস্তুতি। আজ মঙ্গলবার (২৬শে আগস্ট) বাফুফে ভবনে এমনটাই জানিয়েছেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

মার্চে অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে মেয়েদের অন্তত ৬টি ম্যাচ খেলাতে চায়। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে ঋতুপর্ণা-আফঈদাদের দুটি প্রীতি ম্যাচ চূড়ান্ত করেছে বাফুফে। থাইল্যান্ডে ম্যাচ দুটো হবে ২৫শে ও ২৮শে অক্টোবর।

ছুটি কাটিয়ে নারী দলের কোচ পিটার বাটলার ফিরবেন সেপ্টেম্বরে। সংবাদমাধ্যম কিরণ বলেন, ‘সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আমরা ক্যাম্পটা শুরু করব। পিটার বাটলার সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসবে, সে আসলে ১৫-১৬ তারিখ থেকে ক্যাম্প শুরু হবে। সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দল একসঙ্গেই থাকবে। ক্যাম্পটা বাফুফে ভবনে করব না, হোটেল বা রিসোর্টে হতে পারে। সেটা পরে জানানো হবে।’

থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেই জাপানে যাবে মেয়েরা। কিরণ আরও বলেন, ‘৩০শে অক্টোবর দল চলে যাবে জাপানে। ফিরবে নভেম্বরের ২০ তারিখে। সেখানে আমাদের ৪০ জনের স্কোয়াড থাকবে। অনূর্ধ্ব-২০ দলের কিছু খেলোয়াড়ও নেব সঙ্গে। সবমিলিয়ে জাপানকে আমরা চিঠি পাঠিয়েছি, এটার নিশ্চয়তা এখনো আসেনি। তবে এসে যাবে।’

নভেম্বের-ডিসেম্বর উইন্ডোতে আজারবাইজান ও ভিয়েতনামকে সঙ্গে নিয়ে একটি তিন জাতি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। এছাড়া এশিয়ান কাপে যাওয়ার আগে ফেব্রুয়ারিতে খেলতে চায় নিউজিল্যান্ডের বিপক্ষে।

অস্ট্রেলিয়ায় ১লা মার্চ শুরু হবে এশিয়ান কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। প্রস্তুতির সম্পন্ন করতে গিয়ে আর্থিক কোনো বাধায়ে পড়বে না বাফুফে। কিরণ বলেন, ‘প্রেসিডেন্ট বলেছেন যে, টাকা কোনো সমস্যা নয়। আশা করি, আর্থিক কোনো সমস্যা হবে না।’

বাংলাদেশ নারী ফুটবল দল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন