ছবি: সংগৃহীত
থাইল্যান্ডে ভ্রমণ, বা অন্য যে কোনো কারণে প্রবেশ ইচ্ছুক বিদেশিদের জন্য আগামী ১লা মে থেকে নতুন প্রবেশ নিয়ম চালু হচ্ছে। এ নিয়ম অনুযায়ী, দেশটিতে প্রবেশের আগে ‘থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড’ (টিডিএসি) পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) ‘ভিজিট ইউক্রেন’ নামে ভ্রমণ বিষয়ক একটি পোর্টালের বরাতে জানা গেছে, থাইল্যান্ডে প্রবেশের আগে টিডিএসি ফরম পূরণ না করলে কাউকে দেশটিতে ঢুকতে দেওয়া হবে না। পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা করে ফরম পূরণ করতে হবে।
এ ডিজিটাল কার্ড তৈরি করা হয়েছে যেন সীমান্তরক্ষীরা আগত বিদেশিদের গুরুত্বপূর্ণ তথ্য আগেভাগে জানতে পারেন এবং প্রবেশ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পারেন।
থাইল্যান্ডে প্রবেশ করতে চাইছেন—এমন সব বিদেশি নাগরিকের জন্য এ কার্ড পূরণ বাধ্যতামূলক। ওই ব্যক্তি ভ্রমণের জন্য হোক, বা ব্যবসা বা ট্রানজিট—যে কোনো উদ্দেশ্যে থাইল্যান্ডে প্রবেশ করলে তাকে কার্ডটি পূরণ করতে হবে।
টিডিএসি-তে ব্যক্তিগত ও পাসপোর্ট সংক্রান্ত তথ্য, ফ্লাইটের বিবরণ ও থাইল্যান্ডে অস্থায়ী ঠিকানার তথ্য দিতে হবে। এ কার্ড থাইল্যান্ড ইমিগ্রেশন ব্যুরোর ওয়েবসাইটে গিয়ে ভ্রমণের ৩ দিন আগের মধ্যে পূরণ করতে হবে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন