বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে *** শুল্কে সুবিধা পেতে আমেরিকার গম বাড়তি দামে কিনবে সরকার

উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ৩২ বছর বয়সের মধ্যে যে ৫টি কাজ করা জরুরি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের প্রত্যেকের জীবনে ১৮ থেকে ৩২ বছর বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় কেউ ক্যারিয়ার গোছাতে ব্যস্ত, কেউ কেউ বিয়ে করে সংসারজীবনেও ঢুকে যান। মোটকথা, এই বয়সে সবার দৃষ্টি থাকে একটা সুখী ও আর্থিকভাবে সচ্ছল জীবনের দিকে। তবে এসব অর্জন তো সহজ কিছু নয়। ফলে সিদ্ধান্ত নেওয়ার বেলায় এ বয়সে মানুষ প্রচুর ভুল করে। অনেকে সবকিছুর চাপ সামলাতে হিমশিম খান, হারিয়ে ফেলেন আত্মবিশ্বাস। পরিণতিতে জীবন হয়ে ওঠে তিক্ত। তাই জেনে রাখুন উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই বয়সে আপনি যে পাঁচটি কাজ করতে পারেন।

১. স্বাস্থ্যের যত্ন নিন

জীবনে সাফল্য অর্জন করতে চাইলে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকা জরুরি। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। স্বাচ্ছন্দ্যে কাজ করা যায়। আর স্বাস্থ্য ভালো রাখতে হলে নিয়মিত ব্যায়ামের জুড়ি নেই। পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়া ও নিয়মিত শরীরের যত্ন তো নিতেই হবে। নিয়ন্ত্রণে রাখতে হবে মানসিক চাপ। অবশ্য এসব কাজ কেউ রাতারাতি করতে পারে না। সময় লাগে। বারবার অনুশীলন করে অভ্যাসে পরিণত করতে হয়। এটা একবার অভ্যাসে পরিণত করতে পারলে দীর্ঘ মেয়াদে সুফল পাবেন।

২. নিজের জন্য শিখুন

পড়ালেখা শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ হওয়া উচিত নয়। শিক্ষা অর্জন করে একদিন বড় চাকরি করতে হবে, তাই পড়ালেখা করি—এমন মনোভাব থাকলে এখনই নিজেকে বদলান। শুধু ভালো চাকরির জন্য নয়, নিজের জন্য শিখুন। নিজেকে প্রতিনিয়ত উন্নত করুন। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়। আপনিও নিজেকে বদলান। যেমন নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হোন, নিয়মিত বই পড়ুন। শুধু পেশাগত জীবনে উন্নতি করার জন্য অনলাইন কোর্স করলেই হবে না। বই পড়ে নিজেকে উন্নত করুন। এই সাধারণ বিষয়গুলো পেশাদার বিশ্বে আপনার জন্য একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে। এসবই আপনাকে অনেকের মধ্যে আলাদা করতে পারবে।

আরো পড়ুন : আইফোন কেন কেনে মানুষ, শুধুই কি ভাব দেখাতে?

৩. দৃঢ় সম্পর্ক গড়ে তুলুন

মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধভাবে বসবাস করেই সুখী। ব্যতিক্রমও আছে। কেউ দাবি করতে পারেন যে তিনি সঙ্গ ছাড়া সুখী ও পরিপূর্ণ। কিন্তু বাস্তবে প্রত্যেকেরই সঙ্গ দরকার হয়। অন্যের সহযোগিতা ছাড়া জীবন পরিপূর্ণ হয় না। তাই সম্পর্ক গড়ে তোলা দরকার। এটাকে আপনি বিনিয়োগ বলতে পারেন। বেশি বেশি মানুষের সঙ্গে পরিচিত হলে, ভালো সম্পর্ক গড়ে তুললে আপনার একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে। ভবিষ্যতে এটা আপনার সম্পদ হিসেবে কাজ করবে। পেশা ও ব্যক্তিগত উভয় জীবনে এ সম্পদ কাজে লাগবে। তাই আশপাশের যতো মানুষের সঙ্গে সম্ভব ভালো সম্পর্ক গড়ে তুলুন।

৪. অর্থ বিনিয়োগ করতে শিখুন

সম্ভাবনাময় খাতে অর্থ বিনিয়োগ করতে শিখুন। ভবিষ্যতের আর্থিক সুরক্ষা ও স্বাধীনতা অর্জন করতে চাইলে এখনই অর্থ বিনিয়োগ করার উপযুক্ত সময়। এতে অল্প সময়ে আপনার অর্থ বৃদ্ধি পাবে। উপার্জন করার পাশাপাশি তা বিনিয়োগ করা সহজ নয়। এর জন্য চাই বোঝাপড়া। ফলে হুট করে কোথাও বিনিয়োগ করে চোখ বুজে বসে থাকবেন, তা যেন না হয়। ব্যাংকে বা ঘরে টাকা জমা রেখে তেমন সুফল মেলে না। তাই ভবিষ্যৎ উজ্জ্বল করতে এবং আর্থিকভাবে সুরক্ষিত থাকতে চাইলে অর্থ বিনিয়োগ করতে শিখুন।

৫. ক্যারিয়ার এগিয়ে নিন

অনেকেই একটা চাকরি পাওয়ার পর তৃপ্তির ঢেকুর তোলেন। কোনো রকমে চাকরিটা টিকিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু যাঁরা ভবিষ্যৎ আরও উন্নত করতে চান, তাঁরা এক জায়গায় থেমে থাকেন না। ভালো চাকরি পেলেও নিজেকে আরও উন্নত করার চেষ্টা করতে থাকেন। যেখানে নিজের কমতি আছে, সেখানেই উন্নতি করার চেষ্টা করেন তাঁরা। নতুন নতুন কোর্স করে আরও শেখেন। এতে নিজের ক্যারিয়ার যেমন সচল থাকে তেমনি কর্মস্থলও উপকৃত হয়। যেখানে চাকরি করছেন, সেখানেও আপনার আরও উন্নতি প্রয়োজন। তা ছাড়া নতুন আরও অনেক চাকরি তো আপনার জন্য আছেই। তাই নিজেকে যতটা সম্ভব উন্নত করুন এবং নিজের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যান।

সূত্র: সিএনবিসি

এস/কেবি

টিপস ক্যারিয়ার গড়ার পরামর্শ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন