বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই *** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী *** ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন *** জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড *** নেপাল থেকে ঢাকায় ফিরলেন জামালরা *** ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়িয়েছে বাংলাদেশ *** ছাত্রদলের ভোট বর্জনের পর শিবিরের ঐক্যের ডাক *** জাকসুর ভোট গ্রহণ শেষ, এখন গণনার পালা *** আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন: সিইসি

আট গোলের থ্রিলার জয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

স্প্যানিশ লিগে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলা হয় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার এল-ক্লাসিকো লড়াই। তবে মেসি-নেইমার ও রোনালদো-রামোসদের মত তারকা ফুটবলাররা স্প্যানিশ লিগ ছাড়ার পর রং হারিয়েছে এল-ক্লাসিকো। তবে জমে উঠেছে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যকার মাদ্রিদ ডার্বি। স্প্যানিশ সুপার কাপে সেমিফাইনালে অ্যাতলেটিকোর বিপক্ষে ৫-৩ গোলের ব্যবধানে জিতে ফাইনালে উঠে গেছে রিয়াল।

বুধবার (১০ই জানুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের আল আওয়াল পার্কে জমে উঠে দুই দলের মধ্যকার মাদ্রিদ ডার্বি। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ৩-৩ সমতা থাকার কারণে আর দুইবার (১৫ মিনিট করে) অতিরিক্ত সময় দেন রেফারি। সব মিলিয়ে রোমাঞ্চকর এই লড়াই চলে ১২০ মিনিট। তবে ম্যাচের শেষ দিকে ৬ মিনিটের ব্যবধানে দুটি গোল করে জয়ের উল্লাসে মাতে রিয়াল মাদ্রিদ।

অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটির আট গোলের চারটিই হয় প্রথমার্ধে। ম্যাচের ৬ মিনিটেই অ্যাতলেটিকো হয়ে গোলের খাতা খোলেন মারিও হারমোসো। গ্রিজম্যানের কর্নারে সবার ওপরে লাফিয়ে আড়াআড়ি হেডে ঠিকানা খুঁজে নেন হারমোসো। পিছিয়ে পড়ার পর আক্রমণাত্মক ফুটবলে ভীষণ চাপ তৈরি করে রিয়াল। রিয়ালের আন্তোনিও রুদিগার ২০ মিনিটে শোধ করেন সেই গোল। লুকা মদ্রিচের কর্নার থেকে চমৎকার হেডে সমতা ফেরান তিনি।

আরো পড়ুন : হঠাৎ বিয়ের পিঁড়িতে বসছেন সাফজয়ী সিরাত জাহান স্বপ্না

এরপর ২৯ মিনিটে ফারলান্দ মেন্দির গোলে এগিয়ে যায় রিয়াল। কারবাহালের ক্রস ডি-বক্সে পেয়ে ঠান্ডা মাথায় তা দূরের পোস্ট দিয়ে জালে পাঠান মেন্দি। পিছিয়ে পড়ার তিন মিনিট পর গ্রিজম্যানে হেড ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক। তবে আতলোটিকোকে ঠিকই খেলায় ফেরান গ্রিজম্যান। ৩৭ মিনিটে দারুণ এক গোল করেন তিনি। ২-২ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পরও চাপ অব্যাহত রাখে দুই দলই। ৭৮ মিনিটে কেপার ভুলে পিছিয়ে পড়ে রিয়াল। এগিয়ে গিয়ে একটি ক্রস বিপদমুক্ত করতে চেয়েছিলেন গোলরক্ষক। কিন্তু ঠিকমতো পারেননি। হাত ফসকে বল রুদিগারের গায়ে লেগে জড়ায় জালে। ম্যাচের ৫ মিনিট বাকি থাকতে আবার সমতায় ফেরে রিয়াল। দানি কারবাহালের জোরালো শটে পরাস্ত হন আতলেতিকো গোলরক্ষক ওবলাক। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

তবুও আর গোল হচ্ছিলো না। পেনাল্টির দিকে এগোনো ম্যাচে ১১৬ মিনিটে ভাগ্যের ছোঁয়া পায় রিয়াল। হোসেলুর হেড জোরালো না হলেও স্টেফান সাভিচের শরীরে লেগে বল জড়ায় জালে। ইনজুরি টাইমে সমতায় ফিরতে মরিয়া অ্যাতলেটিকো কর্নার পেলে গোলরক্ষক ওবলাকও চলে আসেন রিয়ালের ডি-বক্সে। তাতে দারুণ গতিতে প্রতি-আক্রমণে গিয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন ব্রাহিম দিয়াজ।

চার দলের নতুন আঙ্গিকের এই সুপার কাপে টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থবার ফাইনালে উঠলো রিয়াল মাদ্রিদ। ২০১৯-২০ মৌসুমে ফাইনাল খেলার পর সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার ধারা বজায় রাখলো অ্যাতলেটিকো। বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিতে বার্সেলোনা ও ওসাসুনার মধ্যে জয়ী দলের সঙ্গে রবিবারের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল।

এস/ আই. কে. জে/ 


রিয়াল মাদ্রিদ ফাইনাল আট গোল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫