মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

আবেগে একটু ভুল গেয়েছি : জায়েদ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ২০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সমালোচনার মুখে পড়া জায়েদ খানের জন্য নতুন কিছু না। এর আগেও বিভিন্ন কারণে কটাক্ষ করা হয়েছে তাকে। এবার এই নায়ক সমালোচিত হচ্ছেন গান গেয়ে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘সারেং বউ’ সিনেমার জনপ্রিয় গান ‘ওরে নীল দরিয়া’ ভুলভাল গেয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি।

আরো পড়ুন: হলিউড ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়ে সাবান তৈরি করেন শিশুশিল্পী ঝনক

নেটাগরিকরা রীতিমতো বাংলা ওয়াশ করছেন তাকে। তারই পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন জায়েদ। আত্মপক্ষ সমর্থন করে বললেন তাকে দিয়ে জোর করে গান গাওয়ানো হয়েছে।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমাকে জোর করে গান গাওয়ানো হয়েছে। সেদিন আমি অনেক আবেগী ছিলাম। অনুষ্ঠানে আমাকে জোর করা হয়েছে ফারুক ভাইয়ের গান গাওয়ার জন্য। আমি আবেগে একটু ভুল গেয়েছি, আয়োজনেই সেজন্য ক্ষমা চেয়েছি।’

এদিকে জায়েদকে একহাত নেওয়ার পাশাপাশি তার গাওয়া অংশটুকু রিলস বানিয়ে বিনোদিত হচ্ছেন নেটিজেনরা। এরইমধ্যে রীতিমতো ভাইরাল হয়েছে বিষয়টি।

মুক্তির অপেক্ষার রয়েছে জায়েদ অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। এই ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী ও জায়েদ খান। আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

এসি/আইকেজে 

আবেগ জায়েদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন