মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১ *** ভারত থেকে আজই দেশে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম *** পাইলট খালি মাঠে বিমানটি নামানোর চেষ্টা করেছিলেন: বিমানবাহিনীর প্রধান *** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

ইসি মনে হয় জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: বাম গণতান্ত্রিক জোট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) কাজ দেখে মনে হয় তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ২০১৪ ও ২০১৮ এর মতো এবারও প্রহসনের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলে তা প্রতিহত করা হবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) আগারগাঁওয়ের আইডিবি ভবন এলাকায় বিক্ষোভ মিছিলে এ মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনকে অবিলম্বে পদত্যাগের দাবিতে কমিশন অভিমুখে এ বিক্ষোভ মিছিল করে বাম গণতান্ত্রিক জোট।

বাসদ সাধারণ সম্পাদক বলেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু ভোট হবে না। ইসির কাজ দেখে মনে হয় তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। 

চলমান রাজনৈতিক সঙ্কটের সমাধানের পরামর্শ দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকার পদত্যাগ করে সংসদ ভেঙে নির্বাচনকালীন তদারকি সরকার গঠনের ঘোষণা দিতে হবে। সারাদেশের মানুষ চায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। তাই নির্দলীয় সরকারের অধীনেই আমরা নির্বাচন করবো।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবীর জাহিদ বলেন, প্রহসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তা প্রতিহত করা হবে। এর বিরুদ্ধে সারাদেশে কঠোর আন্দোলন করা হবে। 

সিপিবির কেন্দ্রীয় নেতা সাজেদুল হক রুবেল বলেন, আরেকটি প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করা হচ্ছে। জনগণ এটি প্রতিহত  করবে। 

এদিন বিক্ষোভ সমাবেশ শেষ করে নির্বাচন ভবন অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন জোটের নেতা-কর্মীরা।

তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আজিমুল হক সাংবাদিকদের বলেন, এটি অতিগুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় অনেক গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। তাই পূর্ব অনুমোতি না নিয়ে তারা এখানে বিক্ষোভ মিছিল করতে পারেন না। আমরা বিষয়টি জানতাম না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম বিষয়টি জেনেছি। তারপর তাদেরকে অনুরোধ করে শান্তিপূর্ণভাবে সরিয়ে দিয়েছি।

একে/ 

নির্বাচন কমিশন বাম গণতান্ত্রিক জোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন