মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

ঈদে হল বুকিংয়ে ‘প্রিয়তমা’র সেঞ্চুরি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৩

#

ইধিকা পাল ও শাকিব খান - ছবি: ফেসবুক থেকে নেওয়া

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা। আর এই সিনেমার ফাস্ট লুক, টিজার, ট্রেলার সবকিছুই ইতোমধ্যে প্রকাশ পেয়েছে এবং এ সবকিছুই খুবই ভালোভাবে গ্রহণ করেছেন দর্শকরা। এ ছাড়া ‘প্রিয়তমা’ সিনেমার জন্য ইতোমধ্যে ১০০ সিনেমা হলও চূড়ান্ত হয়েছে।

সোমবার (২৬ জুন) পরিচালক হিমেল আশরাফ নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 আর মাত্র দুদিন বাকি ঈদের। ঈদের দিন অর্থাৎ (২৯ জুন) প্রেক্ষাগৃহে আসছে শাকিব খানের ‘প্রিয়তমা’।

সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সগুলোতেও দেখা যাবে এই ছবি। হিমেল আশরাফ গণমাধ্যমকে বলেন, সিনেপ্লেক্সের সব শাখায় চলবে ‘প্রিয়তমা’।

 হিমেল আশরাফ জানান, হাই রেন্টালে প্রতিটি হলে সিনেমা দিচ্ছেন তারা। কেবল তাদের পলিসিতে রাজি থাকলেই ছবি দেয়া হচ্ছে। তা ছাড়া উন্নত পরিবেশ বিবেচনায়ও সিনেমা দেয়া হচ্ছে। ঈদের আগের দিন চূড়ান্ত হললিস্ট দেয়া হবে বলেও জানান তিনি।


শাকিব খান - ছবি: ফেসবুক থেকে নেওয়া

চলচ্চিত্রটি মুক্তির দুই সপ্তাহ আগেই চড়া মূল্যে প্রেক্ষাগৃহ বুকিং শুরু হয়। রাজ সিনেমা হল (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), আশা সিনেমা হল (মেলান্দহ, জামালপুর) সহ বেশকিছু সিনেমা হল হাই রেন্টালে চলচ্চিত্রটি বুকিং করে।

এ সম্পর্কে পরিচালক হিমেল আশরাফ বলেন, সিনেমা হল (চলচ্চিত্র প্রেক্ষাগৃহ) মালিকদের এমন আগ্রহ আমাদের সবাইকে বিস্মিত করেছে। আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি রেন্টালে ঈদুল আজহায় সবচেয়ে বেশি সিনেমা হলে ‘প্রিয়তমা’ চলবে।

হল মালিক থেকে দর্শকরা যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছেন, তাদের প্রত্যাশা পূরণ করবে ‘প্রিয়তমা’।

আরো পড়ুন: 'ক্যাসিনো’ সবাইকে তাক লাগিয়ে দেবে – বুবলী

প্রাথমিকভাবে চলচ্চিত্রটি ২০১৮ সালের ঈদে মুক্তির পরিকল্পনা করা হয়, যদিও সেসময় বিভিন্ন চলচ্চিত্রটি নির্মাণকাজ বিলম্বিত হয়। এরপর ২০২৩ সালের ২৫ এপ্রিল একটি ফেসবুক পোস্টের মাধ্যমে পরিচালক হিমেল আশরাফ চলচ্চিত্রটি ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তির তারিখ ঘোষণা করেন।

প্রসঙ্গত, রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

এম/


শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন