বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

একসঙ্গে তিন সন্তানের জন্ম, নাম আলিফ-লাম-মিম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

লালমনিরহাটে শারমিন বেগম (২০) নামে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। একইসঙ্গে জন্ম হওয়ায় তাদের নাম রাখেন আলিফ, লাম ও মীম। 

শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে মনোয়ারা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। তিন সন্তানের মধ্যে দুই মেয়ে ও এক ছেলে হয়েছে।

গৃহবধূ শারমিন বেগম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের জাকলাটারি গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী। রাশিদুল পেশায় রাজমিস্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে গৃহবধূ শারমিন বেগম অসুস্থ হলে কুড়িগ্রামের এক চিকিৎসককে দেখান স্বামী রশিদুল ইসলাম। পরে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুটি জমজ সন্তানের কথা বলেন। বিষয়টি জানার পর স্বামী রশিদুল ইসলাম লালমনিরহাটের মনোয়ারা ক্লিনিকে ভর্তি করান। সেখানে শনিবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। পরে পরিবার তিন সন্তানের নাম রাখেন আলিফ, লাম ও মীম। তাদের মধ্যে লাম গুরুতর অসুস্থ হলে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।

বর্তমানে দুই সন্তান ও তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছে পরিবার। তবে শিশুদের বয়স কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হতে পারে।

এদিকে একসঙ্গে তিন সন্তান হওয়ায় পরিবারের লোকজন অনেক খুশি হয়েছেন। তবে এই আনন্দের পাশাপাশি তিন সন্তানকে নিয়ে চিন্তায় পড়েছেন দিনমজুর রশিদুল ইসলাম। তবে তিন সন্তানের চিকিৎসার এত টাকা কোথায় পাবেন এ নিয়ে তার কপালে চিন্তার ভাজঁ।

চিকিৎসক রেজিয়া আক্তার বলেন, এই প্রথম ৩ সন্তান সিজারের অভিজ্ঞতা আমাদের। আলহামদুলিল্লাহ সফল অস্ত্রোপচার হয়েছে। শিশুদের ওজন ও বয়স একটু কম। তাই সদর হাসপাতালে এক শিশুকে পাঠানো হয়েছে।

এসকে/ 

হাসপাতাল সন্তান জন্মদান গৃহবধূ লালমনিরহাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন