মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

বিশ্বকাপের স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি : বাবর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কলকাতায় বাংলাদেশের বিপক্ষে জয়ের পর বাবর বলেন, ‘অবশ্যই আমরা পরের দুই ম্যাচে জয়ের চেষ্টা করবো। দেখা যাক, এরপর আমাদের অবস্থান কি দাঁড়ায়। সামনের ম্যাচগুলোতে আমরা যতটা সম্ভব আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামতে চাই।’

সাত ম্যাচে তিন জয়ে পাকিস্তান ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। ৮ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে চতুর্থ স্থানে। 

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে তারা। শেষ দুটি ম্যাচে জয়ের পাশাপাশি টুর্নামেন্টে টিকে থাকতে হলে ১৯৯২ চ্যাম্পিয়নদের অন্য দলগুলোর ফলাফলের ওপরও নির্ভর করতে হবে।

বাংলাদেশের বিপক্ষে শাহিন শাহ আফ্রিদির ৩ উইকেট শিকারের পর ওপেনার ফখর জামান (৮১) ও আব্দুল্লাহ শফিক  (৬৮) মিলে ১২৮ রানের উদ্বোধনী জুটি গড়ে তুলেন। এ জুটির  ব্যাটিং দৃঢ়তায় ১০৫ বল হাতে রেখে ৩ উইকেটের বিনিময়ে পাকিস্তান জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

আরো পড়ুন : মিডিয়া বা কে কী বলছে সেটি দেখার মতো সময় নেই : লিটন দাস

ফখর সম্পর্কে বাবর আজম বলেছেন, ‘আমরা জানি যখন ফখর নিজের স্বাভাবিক খেলা খেলে তখন ২০-৩০ ওভার একটি ভিন্ন মাত্রা তৈরি হয়। সে কারণেই আমরাও তাকে স্বাভাবিক খেলা খেলতে উদ্বুদ্ধ করি। তার খেলা দেখা সবসময়ই আনন্দের। শাহিন দ্রুত উইকেট তুলে নিয়েছে। মূল কথা হচ্ছে মিডল ওভারে আমরা বাংলাদেশকে রান করতে দেইনি ও নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছি।’

হাঁটুর ইনজুরির কারণে সাইডলাইনে থাকা ৩৩ বছর বয়সী ফখর জামান আসরে গতকাল দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন। তিনি বলেন ‘এই জয়টির জন্য আমরা মুখিয়ে ছিলাম। বিশ্বকাপের প্রতিটি জয় আত্মবিশ্বাস বাড়ায়। বাকি দুটি ম্যাচেও আমরা জয়ী হতে চাই, আমাদের লক্ষ্য সেমিফাইনালে খেলা।’

সাত ম্যাচে ষষ্ঠ পরাজয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। কাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘এই মুহূর্তে তিনটি বিভাগেই আমাদের দলগতভাবে পারফর্ম করতে হবে। এখানে ব্যক্তিগত কোনও সাফল্যে আমাদের পক্ষে ম্যাচ জয় করা সম্ভব নয়।’

রাউন্ড রবিন লিগে এখনও বাংলাদেশের দুটি ম্যাচ বাকি আছে। ৬ নভেম্বর নয়াদিল্লিতে শ্রীলঙ্কা ও পাঁচদিন পর পুনেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ঐ ম্যাচগুলোতে নিজেদের ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব। এ সময় তিনি কলকাতার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এস/ আই. কে. জে/

বিশ্বকাপ বাবর শেষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন