মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

এবার খোলামেলা ছবিতে উত্তাপ ছড়ালেন পূজা বাত্রা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

অভিনেত্রী ও মডেল পূজা বাত্রা সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি সিজলিং ছবি পোস্ট করেছেন। ছবিতে তাকে বিকিনি পরে খুব হট  দেখাচ্ছে। বিভিন্ন পোজে তিনি ছবি তুলেছেন। জনপ্রিয় অভিনেত্রী পূজা বাত্রা এক সময় মডেলিংয়ের হাত ধরে গ্ল্যামার জগতে পদার্পণ করেছিলেন। দক্ষিণী ছবির মাধ্যমেই খ্যাতির চূড়ায় পৌঁছন তিনি। 

ভারতের শীর্ষ মডেল ছিলেন একসময়। সাফল্য পেয়েছেন সিলভার স্ক্রিনেও। তাও পার্শ্বচরিত্র হয়েই থেকে গিয়েছেন। পুরোদস্তুর নায়িকা হওয়া হয়নি তার।  রূপে-গুণে কম যান না কারও থেকে। তিনি হলেন পূজা বাত্রা ।

বলিউডে মুখ ফেরালেও, বিদেশেও চুটিয়ে অভিনয় করেছেন পূজা। প্রথম বিয়ে ভাঙা থেকে দ্বিতীয় বার সাতপাকে বাঁধা পড়া, সমালোচনা উড়িয়ে দিয়েছেন তুড়ি মেরে। 

১৯৯৩ সালে মিস ইন্ডিয়া ইনটাররন্যাশনাল খেতাব জেতেন পূজা। তার মা নীলম বাত্রাও ১৯৭১ সালে মিস ইন্ডিয়া সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন। তিনি দ্বিতীয় স্থান দখল করেছিলেন। সেই সময় লুধিয়ানার সেরা সুন্দরী হিসেবে বিবেচিত হন তিনি।

অল্প বয়সে গ্ল্যামার দুনিয়ায় প্রবেশ ঘটলেও, পড়াশোনা বাদ দেননি পূজা। অর্থনীতিতে স্নাতক পাশ করে এমবিএ করেন তিনি। বিদেশি একটি শ্যাম্পু সংস্থার প্রথম ভারতীয় মুখ হন পূজা। 

আরো পড়ুন: ইন্দো-ওয়েস্টার্ন স্টাইলে নেটিজেনদের মনজয় করলেন শিল্পা শেঠী

১৯৯৭ সালে ‘বিরাসত’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন পূজা। তব্বু, অনিল কপূর, অমরীশ পুরির মতো অভিনেতার পাশে দাপটের সঙ্গেই অভিনয় করেছিলেন পূজা। তার জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কারও জেতেন।

দীর্ঘ কেরিয়ারে ৩০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন পূজা। তাঁর উল্লেখযোগ্য কিছু ছবি হল, ‘তাজ মহল-অ্যান ইটারনাল লভ স্টোরি’, ‘ভাই’,‘চন্দ্রলেখা’,‘কহিঁ প্যায়ার না হো জায়ে’। সলমন খান, জ্যাকিশ্রফ, সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন।

এসি/ আই.কে.জে/



ছবি পূজা বাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন