সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

এবার দুবাই থেকে হাজার টন পেঁয়াজ আমদানি করছে সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

দুবাই থেকে এক হাজার টন পেঁয়াজ আমদানি করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। যার প্রথম চালানে ৫৮ টন পেঁয়াজ মঙ্গলবার (১২ই ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে বলে জানা গেছে।

টিসিবি সুত্রে জানা যায়, দুবাইয়ের প্রতিষ্ঠান গোল্ডেন উইংস জেনারেল লিমিটেড থেকে দেশি প্রতিষ্ঠান সাহাঞ্জীব লিমিটেডের মাধ্যমে এ পেঁয়াজ আমদানি করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এ পেঁয়াজগুলো দেশে পৌঁছাবে। যার প্রথম চালান আসছে মঙ্গলবার। ওই দিন-ই চট্টগ্রাম বন্দর হতে পণ্যটির ডেলিভারি নেবে টিসিবি।

এদিকে প্রতি মাসের বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে টিসিবি গত বুধবার (৬ই ডিসেম্বর) থেকে ডিসেম্বর মাসের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে। এ দফায় অন্যান্য পণ্যের সঙ্গে প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রির কথা ছিল সংস্থাটির। তবে সরবরাহ না থাকায় ডিলারদের পেঁয়াজ বরাদ্দ দিতে পারছে না সংস্থাটি। ফলে ক্রোধ প্রকাশ করছেন সুবিধাভোগীরা। 

টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির জানান, ভারত থেকে আগে আমদানি করা পেঁয়াজ গুদামে এসে পৌঁছেছে। এখন দুবাই থেকে প্রথম চালান আসছে। এরই মধ্যে ভ্রাম্যমাণ ট্রাকসেলে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

আরো পড়ুন: ম্যাজিস্ট্রেট দেখলেই কমে যায় পেঁয়াজের দাম!

তিনি বলেন, মজুত সাপেক্ষে টিসিবি পণ্য বরাদ্দ দিয়ে থাকে। টিসিবির আমদানি করা পেঁয়াজ দেশে আসা সাপেক্ষে এ কার্যক্রম পরিচালনা করা হবে। আশা করা হচ্ছে আগামীতে পেঁয়াজ সরবরাহ অব্যাহতভাবে হবে।

এসকে/ 

পেঁয়াজ আমদানি টিসিবি দুবাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন