মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রক্তের আবেদনে হাসপাতালে ছুটে আসেন হাজারো মানুষ *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি *** বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

ওআইসির জরুরি বৈঠকে অংশ নেবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৫ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গাজায় সামরিক সংঘাত ও মানবিক বিপর্যয় পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী বুধবার (১৮ অক্টোবর) সৌদি আরবের জেদ্দায় জরুরি সভা ডেকেছে বিশ্বের মুসলিম দেশগুলোর বৃহত্তম জোট ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। ওই বৈঠকে বাংলাদেশ অংশ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (১৫ অক্টোবর) ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন জানান, বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত সৌদি আরবে অনুষ্ঠেয় ওআইসির জরুরি সভায় অংশ নিবে বলে বাংলাদেশকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত বর্তমান পরিস্থিতির আপডেট জানান। তিনি বলেন, নারী ধর্ষণ ও শিশু হত্যা বিষয়ে হামাস সম্পর্কে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে, যেগুলোর কোনো প্রমাণ নেই।

আরো পড়ুন: ইসরায়েলি সেনাদের অতি বলপ্রয়োগের নিন্দা বাংলাদেশের

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে বাংলাদেশ একই অবস্থানে আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজার অবরোধ সুফল হবে কিনা সন্দেহ। কালেকটিভ পানিশমেন্ট অনাকাঙ্ক্ষিত। পানি, ওষুধ, খাবার বন্ধ করা গ্রহণযোগ্য না, এটা মানবিকতার লংঘন। আমরা চাই, নির্যাতন বন্ধ হোক। আমরা চাই না, বিশ্বে আরও শরণার্থী বাড়ুক।

মন্ত্রী গাজায় মানবিক সহায়তার অনুমতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এবং ওই অঞ্চলে জাতিসংঘের রেজ্যলিউশনের ভিত্তিতে একটি ন্যায্য এবং স্থায়ী সমাধানের মাধ্যমে শান্তির প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানান।

এসকে/ 

ফিলিস্তিন গাজা ইসরায়েল হামাস ওআইসি ইসলামিক সহযোগিতা সংস্থা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন