শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচন সামনে রেখে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে: প্রধান উপদেষ্টা *** গত ১৫ বছর বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদনের আহ্বান: আইএসপিআর *** জাকসুর ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর গণনা শুরু *** গাঁজা উৎপাদন কেন্দ্রকে তীব্র গন্ধ নিয়ন্ত্রণের নির্দেশ *** ভোটের আগে ইসির ৬১ কর্মকর্তার রদবদল *** ৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ *** জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই *** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী *** ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন

কর্মচারীর ভালোবাসায় মুগ্ধ হয়ে কি‌শোরগ‌ঞ্জ এলেন সৌদি মালিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩

#

কর্মচারীর ভালোবাসায় মুগ্ধ হয়ে কি‌শোরগ‌ঞ্জ এলেন সৌদি মালিক। ছবি: সংগৃহীত

বাংলাদেশি কর্মচারীর বিশ্বস্ততা ও ভালোবাসায় মুগ্ধ হয়ে তার বাড়িতে বেড়াতে এসেছেন সৌদি আরবের নাগরিক সামিম আহমেদ হলিবি ও তার ছেলে আবদুল লিল হলিবি। তারা সৌদি আরবের দাম্মামের আল হাসার খালিদিয়া এলাকার অধিবাসী।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তারা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পৌর এলাকার ঢেকিয়া খেলার মাঠে নামেন। পরে কর্মচারীর গ্রামের বাড়ি সিদলা ইউনিয়নেরে সাহেবেরচর গ্রামে যান। এ সময় সৌদি মালিক ও তার ছেলেকে দেখতে ভিড় করেন উৎসুক জনতা। তাদের ফুলেল শুভেচ্ছা জানান গ্রামবাসী। 

জানা যায়, উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের মৃত চান মিয়ার ছেলে খাইরুল ইসলাম (৪০), আব্দুল হামিদ (৩৫) ও সারোয়ার হোসেন সাহিদ (৩০) তিনজনই সামিম আহমেদ হলিবির প্রতিষ্ঠানে কাজ করতেন। দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে মালিকের সঙ্গে সখ্য গড়ে উঠে তাদের। তাদের বিশ্বস্ততা ও ভালোবাসা দিয়ে অর্জন করেছেন মালিকের আস্থা ও ভালোবাসা। সন্তানের ন্যায় যত্ন করেন তাদের। আর সেই সম্পর্কের টানে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার আগ্রহ নিয়ে বাংলাদেশে কর্মচারীদের বাড়িতে ছুটে এসেছেন সৌদি মালিক ও তার ছেলে।

সরেজমিন দেখা গেছে, সৌদি আরবের দুই নাগরিককে দেখতে ভিড় করছেন এলাকার শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সি মানুষ। প্রবাসী খাইরুল ও হামিদ আরবিতে কথা বলছেন মালিক ও ছেলের সঙ্গে। অন্য কারও সঙ্গে কথা বলতে গেলেও এই দুজন সহযোগিতা করছেন।

প্রবাসী আব্দুল হামিদ জানান, তাদের মালিক ও তার ছেলে আমাদের তিন ভাইকে বিশ্বাস এবং আদর করেন। তিনি বলেন, তারা আমাদের ভালোবেসে বাংলাদেশে এসেছেন। তিন দিন থাকার কথা রয়েছে আমার মালিক ও তার ছেলের। এই তিন দিন ঘুরে ঘুরে দেখবেন বাংলাদেশের সৌন্দর্য।

বাংলাদেশে এসে কেমন লাগছে- এমন প্রশ্নের জবাবে সামিম আহমেদ হলিবি বলেন, খুবই ভালো লাগছে। বাংলাদেশে আসতে পেরে আমি অনেক খুশি। তারা (খাইরুল, হামিদ ও সাহিদ) শুধু আমার কর্মচারী না, আমার সন্তানের মতো। তিনি বলেন, সততা ও বিনয়ের জন্য তাদের ওপর আমরা অনেক খুশি।

ওআ/

কর্মচারী সৌদি মালিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন