মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

কাপাসিয়ায় কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত।

গাজীপুরের কাপাসিয়ায় কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কড়িহাতা ইউনিয়নের পিরিজপুর উচ্চ বিদ্যালয় মাঠে শোয়াইব হজ্ব ট্রাভেলস সার্ভিসেস ও আবির্ভাব সমাজকল্যাণ সংঘের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ'লীগের সহসভাপতি অ্যাড. আমানত হোসেন খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের অর্থ বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম মোড়ল।

শোয়াইব হজ্ব ট্রাভেলস সার্ভিসেস ও আবির্ভাব সমাজকল্যাণ সংঘের সভাপতি শোয়াইব খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক তানভীর চৌধুরী সাগর। মার্চের প্রথম সপ্তাহে দুইদিন ব্যাপী কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই শতাধিক হাফেজ ও ক্বারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

আরো পড়ুন: বাকি ৩ শতাংশ কাজ শেষ হলেই খুলবে স্বপ্নের কর্ণফুলী টানেল

বিভিন্ন ধাপ পেরিয়ে প্রথম স্থান অর্জন করেন কুড়িগ্রাম জেলার হাফেজ ক্বারি মুহাম্মদ মুস্তাকীম বিল্লাহ, দ্বিতীয় স্থান কিশোরগঞ্জ জেলার মুফতি তানভীর আহমাদ তানীম ও তৃতীয় স্থান উপজেলার হাফেজ মাওলানা ইমরান হুসাইন।

প্রথম স্থান অর্জনকারীকে পুরস্কার স্বরুপ শোয়াইব হজ্ব ট্রাভেলস সার্ভিসেস ও আবির্ভাব সমাজকল্যাণ সংঘের পক্ষ থেকে বিনামূল্যে ওমরা হজ্ব পালনের সুযোগ. দ্বিতীয় স্থান অর্জনকারীকে নগদ ৩০ হাজার টাকা ও তৃতীয় অর্জনকারীকে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।


এমএইচডি/ আই. কে. জে/

কাপাসিয়া কেরাত প্রতিযোগিতা সংবর্ধনা গাজীপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন