বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

কুমার শানুর সঙ্গে দেখা করতে ভক্তের একি কাণ্ড!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৪ পূর্বাহ্ন, ৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভক্তের পাগলামি কতদূর যেতে পারে, সেটাই যেন হাতেকলমে দেখালেন রাজস্থানের রাকেশ বালোডিয়া। ১২০০ কিলোমিটার রাস্তা প্যাডেল করে পাড়ি দিলেন মুম্বাই। শুধুমাত্র নিজের প্রিয় তারকা কুমার সানুকে সামনে থেকে দেখবেন বলে। 

ভারতীয় গণমাধ্যমের খবর, রাজস্থানের ঝুনঝুনু এলাকার বাসিন্দা রাকেশ বালোডিয়া। সেখান থেকে একাই সাইকেল চালিয়ে মুম্বাই পৌঁছে যান শনিবার সকালে। এরপর তিনি দেখা করলেন প্রিয় শিল্পী কুমার শানুর সঙ্গে। এক ভারতীয় সংবাদ সংস্থার কাছে ‘শানুদা’কে নিয়ে নিজের পাগলামি, আবেগের কথাও জানিয়েছেন ওই ভক্ত। যদিও প্রিয় তারকাকে সামনে দেখে তখন তিনি ভাষা হারিয়েছেন।

রাকেশ বলেন, ‘আমি যখন দ্বাদশ শ্রেণিতে পড়ি তখন থেকে কুমার শানুদার গান শোনা শুরু করি। তাকে অনুকরণ করে গান গাইতে থাকি। সেই গানের জন্য নিজের শহরেই এত ভালবাসা পেয়েছি যে, তা কোনোদিন ভোলার নয়।

নাহলে আমি আজ কী করতাম, জানি না। সেই ভালোবাসাই আমাকে রাজস্থান থেকে মুম্বাইয়ে টেনে এনেছে। আমার পরিবারও পাশে দাঁড়িয়েছিল। কারণ তারা জানে, আমি শানুদাকে কতটা ভালোবাসি।’

আরো পড়ুন: কিশোর কুমারের প্রিয় মিষ্টির দোকান, যেখানে আজও তাঁকে প্রতিদিন স্মরণ করা হয়

রাকেশকে নিয়ে উচ্ছ্বসিত কুমার শানু নিজেও। ভক্ত মুম্বাইয়ে তার বাড়ি পৌঁছাতেই নিজে দাঁড়িয়ে সাদরে আমন্ত্রণ জানান গায়ক।

কুমার শানুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাকেশ। পরে সংবাদমাধ্যমের সামনে কুমার শানু বলেন, ‘অনুরাগীরা আমাদের এত ভালবাসেন, এগুলোই তো পাওনা। রাকেশ ১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে শুধুমাত্র আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমাকে আবেগঘন করে দিয়েছে গোটা ঘটনা।’

এসি/ আইকেজে 


কুমার শানু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন