মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

ক্লাসে মোবাইল ফোন নিষিদ্ধ করছে নেদারল্যান্ডস

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩

#

ছবি: ডয়চে ভেলে

মোবাইল ফোন, ট্যাবলেট ও স্মার্টওয়াচ শ্রেণিকক্ষে নিষিদ্ধ করতে যাচ্ছে নেদারল্যান্ডস। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এসব উপকরণ ক্লাসে নিষিদ্ধ করা হবে। পাঠদানের সময় বিভ্রান্তি কমাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। খবর- দ্য গার্ডিয়ান

নেদারল্যান্ডসের শিক্ষা মন্ত্রণালয় বলছে, এসব ডিভাইস ব্যবহারের অনুমতি শুধুমাত্র তখনই দেওয়া হবে যখন সেগুলো বিশেষভাবে দরকার হবে। উদাহরণ হিসেবে জানিয়েছে- ডিজিটাল দক্ষতা পাঠের সময়, চিকিৎসাজনিত কারণ অথবা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবহার হতে পারে। 

এ ব্যাপারে শিক্ষামন্ত্রী রবার্ট ডিজকগ্রাফ বলেছেন, যদিও মোবাইল ফোন আমাদের জীবনের সঙ্গে জড়িত, তবুও তা শ্রেণিকক্ষের অন্তর্ভুক্ত নয়।

তিনি বলেন, এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মনোযোগ বাড়াবে এবং ভালোভাবে পাঠদানের সুযোগ তৈরি হবে। 

ডিজকগ্রাফ বলেন, মোবাইল ফোন একটি ঝামেলা। এটি বৈজ্ঞানিক গবেষণা দেখিয়ে দেয়। এর বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীদের রক্ষা করতে হবে।

আরো পড়ুন: জলবায়ুকে উপেক্ষা করে শুধু টাকার লোভী হয়ে পড়েছে চীন

তিনি বলেন, এই নিষেধাজ্ঞা মন্ত্রণালয়, স্কুল ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে একটি চুক্তির ফল। 

নিষেধাজ্ঞাটি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য স্কুলগুলো তাদের নিজস্ব উপায় খুঁজে বের করতে পারে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তবে ২০২৪ সালের গ্রীষ্মের মধ্যে যদি এটি যথেষ্ট ফল না দেয় তবে আইনি নিয়ম অনুসরণ করা হবে।

এম এইচ ডি/

নেদারল্যান্ডস মোবাইল ফোন শিক্ষামন্ত্রী শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার ট্যাবলেট স্মার্টওয়াচ বৈজ্ঞানিক গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন