সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

বিদেশে খালেদার চিকিৎসা

খালেদা জিয়ার স্বাস্থ্যগত যেকোনো পরিস্থিতি ও ঝুঁকির দায় পুরোপুরি সরকারের: গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনৈতিক দর–কষাকষির কোনো সুযোগ নেই। চিকিৎসা পাওয়ার মানবিক অধিকার খর্ব করে তাঁর স্বাস্থ্যগত যেকোনো পরিস্থিতি ও ঝুঁকির দায় পুরোপুরি সরকারকে বহন করতে হবে। আজ সোমবার (০২ অক্টোবর ) গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভায় এই জোটের নেতারা এসব কথা বলেন।

গণতন্ত্র মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করেন নেতারা। তাঁরা অভিযোগ করেন, খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে সরকারের মন্ত্রী-এমপিদের বক্তব্য নির্মম ও নিষ্ঠুর। তাঁর চিকিৎসা মানবিক ও নাগরিক অধিকার।

সভায় সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণতন্ত্র মঞ্চের পরবর্তী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

একে/


বিদেশে খালেদার চিকিৎসা বেগম খালেদা জিয়া গণতন্ত্র মঞ্চ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন