বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

গৌরীর সঙ্গে দাম্পত্যে আদৌ কি সুখী শাহরুখ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম চর্চিত যুগল শাহরুখ এবং গৌরী খান। দীর্ঘ দাম্পত্য জীবনে মাঝে মাঝে কিছু গুঞ্জন শোনা গেলেও তাঁদের গভীর সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়ার কাহিনি অনুরাগীদের মুখে মুখে ফেরে। সম্প্রতি অবশ্য সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে শাহরুখকে একটু বেসুরে বাজতে শোনা গেল। অনুরাগীরাও হতবাক। শাহরুখের দাবি, গৌরী নাকি তাঁকে কখনও কোনও উপহার দেননি।

ফারহা খানের চ্যাট শো ‘তেরে মেরে বিচ মে’-তে শাহরুখ একটি পুরনো ঘটনার উল্লেখ করে বলেছিলেন, “মনে আছে, একবার মেরুদণ্ডে চোট পেয়ে লন্ডনে চিকিৎসাধীন থাকতে হয়েছিল কয়েক মাস। একটা জামাকাপড়ের দোকান থেকে টিশার্ট কিনে এনেছিলাম। সেটা বড় হয়েছিল মাপে। ভেবেছিলাম, পরতে পারব না।”

গৌরীকে বলেছিলেন শাহরুখ, ওটা ফেরত দিয়ে সুতির একটা টিশার্ট নিয়ে আসতে। গৌরী গিয়েছিলেন, কিন্তু ফিরে এসে গৌরী জানিয়েছিলেন, ওই টিশার্টের বদলে অন্য টিশার্ট দেয়নি দোকান থেকে। শাহরুখ বিশ্বাস করেন সে কথা। সত্যিটা অবশ্য চাপা থাকেনি।

আরো পড়ুন: ফেসবুকে বিশেষ বার্তা দিলেন শাকিব

শাহরুখের দুই বন্ধু পামিলা এবং কাজল তাঁর সঙ্গে দেখা করতে এসে হাটে হাঁড়ি ভাঙেন। বলেন, “গৌরী ওই টিশার্ট বদলে অন্য কিছু কিনে নিয়েছে, তোমার জন্য আনেনি কিছু।” গৌরী নাকি বলেছিলেন, “ও তো হাসপাতালে রয়েছে। নতুন জামা নিয়ে কী করবে?” বদলে নিজের জন্য একটি হাতব্যাগ কিনে নেন শাহরুখ-পত্নী। বন্ধুরাই এ কথা ফাঁস করে দেন অভিনেতার কাছে। সেই ঘটনাই রসিকতা করে বলেন ফারহার শোতে।

আপাতত ২০২৩ সালের দ্বিতীয় ছবিমুক্তির অপেক্ষায় রয়েছেন বাদশা। ‘পাঠান’-এর বিপুল সাফল্যের পর ‘জওয়ান’ নিয়ে আশাবাদী গোটা বলিউড।

এসি/আইকেজে 

গৌরী শাহরুখ!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন