বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়িয়েছে বাংলাদেশ *** ছাত্রদলের ভোট বর্জনের পর শিবিরের ঐক্যের ডাক *** জাকসুর ভোট গ্রহণ শেষ, এখন গণনার পালা *** আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন: সিইসি *** পরীক্ষিত প্রার্থীরাই নির্বাচিত হবেন, প্রত্যাশা জাবির নারী শিক্ষার্থীদের *** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল

চীন থেকে এগিয়ে রয়েছে ভারত: আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

আফ্রিকান ইউনিয়নের (এইউ) চেয়ারপারসন আজালি আসুমানি।

কমোরোস ইউনিয়নের সভাপতি এবং আফ্রিকান ইউনিয়নের (এইউ) চেয়ারপারসন আজালি আসুমানি বলেন ভারত বর্তমানে চীনের থেকেও এগিয়ে রয়েছে। 

বিশ্বের পঞ্চম পরাশক্তি ভারতের প্রশংসা করে তিনি বলেন, ভারতের সমস্ত প্রয়োজনে আফ্রিকা দেশটির পাশে থাকবে। একইসাথে ভারতের মহাকাশ গবেষণার অগ্রগতি নিয়েও প্রশংসা করেন তিনি। 

আফ্রিকান ইউনিয়নকে জি-২০ এর অন্তর্ভুক্ত করে নরেন্দ্র মোদী যখন তাকে আলিঙ্গন করেন, মুহূর্তটি তার জন্য অনেক আবেগঘন ছিল বলেও জানান তিনি।

আফ্রিকান ইউনিয়নকে জি-২০ তে অন্তর্ভুক্ত করার ব্যাপারে তর্ক-বিতর্ক হতে পারে এ আশংকায় ছিলেন আজালি আসুমানি। কিন্তু জি-২০ শীর্ষ সম্মেলনের একদম শুরুতেই নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে আফ্রিকান ইউনিয়নকে কোনরকম বিবাদ ছাড়াই জি-২০ এর অন্তর্ভুক্ত করা হয়।

আফ্রিকান ইউনিয়নকে জি-২০ পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করার জন্য এ পরিবারের প্রত্যেক সদস্য দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

উল্লেখ্য, আফ্রিকার ৫৫ টি সদস্য দেশ নিয়ে গঠিত আফ্রিকান ইউনিয়ন। চলতি বছরের জুন মাসে আফ্রিকান ইউনিয়নকে জি-২০ এর অন্তর্ভুক্ত করার ব্যাপারে প্রস্তাব দেন ভারতের প্রধানমন্ত্রী এবং জি-২০ এর এবারের সভাপতি নরেন্দ্র মোদী।

এসকে/ এএম/


ভারত জি-২০ এইউ আফ্রিকান ইউনিয়ন আজালি আসুমানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন