বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

জওয়ানে শাহরুখের বডি ডাবল কে ছিলেন ফাঁস হলো

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

জওয়ান মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবি চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এটার ডায়লগ থেকে সিন সব কিছু নিয়েই এখন নানা বিস্তর আলোচনা চলছে। এবার এই ছবির একাধিক অজানা তথ্য প্রকাশ্যে আনলেন শাহরুখ খানের বডি ডাবল প্রশান্ত ওয়ালডে।

প্রশান্ত ওয়ালডে জানান তিনি এই প্রথমবার এরম প্রস্থেটিক মেকআপ নিয়েছেন। ন্যাড়া লুকে ধরা দিয়েছেন। তাঁর কথায়, 'আমার জীবনে এই প্রথমবার এমন প্রস্থেটিক মেকআপ করলেন। এই লুকে আমরা প্রায় এক মাস ধরে শুট করেছি।

কেমিক্যাল ব্যবহার করা হতো বলে রীতিমত গা জ্বালা করত আমার। কিন্তু এটা একদিন অন্তর অন্তর করা হতো। তাই অত সমস্যা হতো না। আমার পরিবার দারুণ মজা পেয়েছিল এই লুক দেখে।'

আর কোন কোন বিষয়ে খেয়াল রাখা হতো এই মেকআপ করার সময়? এই প্রসঙ্গে প্রশান্ত জানান, 'ভীষণ নিখুঁত ভাবে কাজ করার চেষ্টা করা হয়েছে। দেখা হতো যাতে ব্যান্ডেজের শেড বদলে না যায়।

বয়স্ক সাজানো হয়েছিল যখন সেই লুক বা মেকআপ যাতে এক থাকে সেই বিষয়েও বিশেষ নজর দেওয়া হতো। অ্যাটলি স্যার প্রতিটা বিষয়ে নজর দিতেন।'

আরো পড়ুন: বিয়ের জন্য পাত্র চান সায়ন্তিকা

এরপর তিনি এই ছবিতে বম্ব ব্লাস্টের দৃশ্য দেখানো হয়েছে সেই প্রসঙ্গে কথা বলেন। জানান 'সরকারি হাসপাতালের মধ্যে যে ব্লাস্ট সিন দেখানো হয়েছে সেটা খুব রিস্কি ছিল। ১৮ সেকেন্ডের মধ্যে ২৮ টা ব্লাস্ট করা হয়েছে।

আমাদের যতটা সম্ভব দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। যা ভয়াবহ সব ব্লাস্ট হয়েছিল কী বলব। সেখানে অনেক ক্যামেরা সেটাপ ছিল। গোটা সিনটা এক টেকে নেওয়া হয়েছিল।'

শেষ দৃশ্যে একবার বিক্রম একবার আজাদকে দেখানো হয়েছিল কোনটা কে করেছিল তখন? উত্তরে তিনি বলেন, 'কখনও শাহরুখ ভাই আজাদের চরিত্র করত, কখনও বিক্রম রাঠোরের। উনি যেটা করতেন তার উল্টো চরিত্রটা আমি করতাম।'

এসি/ আই.কে.জে/



শাহরুখ জওয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন