বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

জওয়ানে শাহরুখের সঙ্গে কোন কোন গানে দেখা যাবে দীপিকাকে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বছরের শুরুতে ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার ছবির পরে এ বার ‘জওয়ান’-এর পালা। আরও একটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর ছবি নিয়ে ফিরছেন শাহরুখ খান। ‘জওয়ান’-এর আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই ছবির জন্য মুখিয়ে ছিলেন দর্শক ও অনুরাগীরা। সম্প্রতি ছবির প্রিভিউ মুক্তি পাওয়ার পর সেই উদ্দীপনা আরও বেড়ে গিয়েছে।

‘জওয়ান’ রূপে শাহরুখ তো ফিরছেনই, সঙ্গে থাকছেন নয়নতারা, দীপিকা পাড়ুকোনের মতো তাবড় তারকা অভিনেত্রীরা। প্রিভিউয়ে ইতিমধ্যেই ঝলক দেখা গিয়েছে তাঁদের। পাশাপাশি রয়েছেন সান্য মলহোত্র, প্রিয়ামণির মতো অভিনেত্রীরা। প্রথমে শোনা গিয়েছিল, ‘জওয়ান’-এ একটি গানে দেখা যেতে চলেছে দীপিকাকে। তবে এখন খবর, একটি নয়, মোট দু’টি গানের জন্য জুটি বাঁধতে চলেছেন শাহরুখ ও দীপিকা।

ছবির প্রিভিউ দেখেই বোঝা গিয়েছিল, অ্যাকশনের পাশাপাশি নাচ-গানেরও কমতি হবে না ‘জওয়ান’-এ। প্রিভিউয়ের আবহ ও গানে নিজের ছাপ রেখেছেন জনপ্রিয় দক্ষিণী সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ। ‘কোলাবেরি ডি’ থেকে পথচলা শুরু তাঁর। এখন দক্ষিণী বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় সুরকার তিনি।

কমল হাসনের ‘বিক্রম’-এর মতো ছবির সঙ্গীত পরিচালনাও করেছেন অনিরুদ্ধ। ‘জওয়ান’-এও যে নিজের ‘মিউজ়িক্যাল টাচ’ রাখতে চলেছেন তিনি, তা স্পষ্ট প্রিভিউ থেকেই। খবর, ছবিতে থাকছে মোট ছ’টি গান।

সেগুলির মধ্যে দু’টি গানে থাকবেন দীপিকা। অন্দরের খবর, শাহরুখের ‘জেলব্রেক’-এর দৃশ্যেও থাকতে চলেছে একটি গান। সেই গানে নাকি দেখা যেতে চলেছে শাহরুখ-সহ গোটা প্রমীলা বাহিনীকে।

আরো পড়ুন: প্রকাশ্যে এলো রণবীর-আলিয়ার নতুন সিনেমার গান "ভে কামালিয়া"

শোনা যাচ্ছে, ‘জওয়ান’-এ থাকতে চলেছে ‘রমাইয়া বস্তাবইয়া’ গানের রিমেকও। এই গানে দেখা যাবে শাহরুখ-সহ ছবির অন্য কলাকুশলীদের। মুম্বইয়েক যশরাজ স্টুডিওতে হয়েছে সেই গানের শুটিং। গানের নৃত্যপ্রশিক্ষকের ভূমিকায় ছিলেন জনপ্রিয় ও অভিজ্ঞ কোরিয়োগ্রাফার বৈভবী মার্চেন্ট। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’।

এসি/ আই.কে.জে/



শাহরুখ দীপিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন